বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার আশির দশকের জনপ্রিয় নায়ক জাফর ইকবালকে নিয়ে স্মৃতিচারণ করেছেন আরেক নায়ক ওমর সানি। বর্তমান নায়কদের সঙ্গে তুলনা করে সবাইকে জিরো বলেছেন জাফর ইকবালের কাছে।
মঙ্গলবার (১) নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে রাত পৌনে নয়টায় জাফর ইকবালের একটি সিনেমা যোগাযোগ এর একটি পোস্টারের ছবি ও নিজের ছবি দিয়ে একটি পোস্ট দেন ওমর সানি। সেখানে কয়েক লাইনের একটি ক্যাপশনও দেন তিনি।
ওই পোস্টের ক্যাপশনে ওমর সানি লেখেন, ‘আমার দৃষ্টিকোণ থেকে ফ্যাশন স্মার্ট হিরো সুপার হিরো যাই বলি, সে হচ্ছে জাফর ইকবাল। তার আগে কেউ নাই পরে কেউ নাই। নায়ক মহানায়ক স্মার্ট নায়ক এডভান্স নায়ক সব ভুয়া।’
এখানেই শেষ নয়। জাফর ইকবালের প্রতি শ্রদ্ধা জানিয়ে সানি আরও লেখেন, ‘জাফর ইকবালের কাছে সব জিরো। অনেক শ্রদ্ধা জাফর ভাই।’
https://www.facebook.com/omarsaniimran/posts/908943146926579
উল্লেখ্য ১৯৯২ সালে প্রয়াত জাফর ইকবাল ছিলেন একজন বীর মুুক্তিযোদ্ধা। অভিনয়ের পাশাপাশি তিনি গায়কও ছিলেন। ১৯৭০ সালে অভিনয় শুরু করা জাফর ইকবাল মুক্তিযুদ্ধের আগে ৩টি সিনেমা করেন। আর দেশ স্বাধীনের পর মৃত্যুর আগ পর্যন্ত ৩০টি সিনেমায় অভিনয় করেন। জনপ্রিয় গায়িকা শাহনাজ রহমতুল্লাহ তারই ছোটবোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।