‘মেসি-কুটিনহো ছাড়া বার্সার সবাই আমাকে অশ্লীল বার্তা পাঠাতো’

পিকে-শাকিরা

স্পোর্টস ডেস্ক : ২০১০ সালে জুটি বাঁধেন জেরার্ড পিকে এবং শাকিরা। এরপর একই ছাদের নিচে ১২ বছর কাটিয়েছেন তারা। এই যুগলের দুই সন্তানও রয়েছে। সম্প্রতি পরকীয়ায় জড়ান পিকে। সম্পর্কের টানা পোড়েনে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরা। এবার পিকেকে নিয়ে বেফাঁস মন্তব্য করলেন ব্রাজিলিয়ান মডেল সুজি কোর্টেজ।
পিকে-শাকিরা
লিওনেল মেসির ভক্ত সুজি কোর্টেজ। হরহামেশা মেসির নামখচিত জার্সি পরে সোশ্যাল মিডিয়ায় আবেদনময়ী ছবি আপলোড করে আলোচনায় থাকেন তিনি। এমনকি উলঙ্গ শরীরে বার্সেলোনার জার্সি এঁকেও হয়েছেন সমালোচিত। ২০২১ সালে নিজের শরীরে লিওনেল মেসির ট্যাটু করে খবরের শিরোনাম হন সুজি। কোপা আমেরিকা জয়ের পর নিজের কুঁচকিতে মেসির মুখাবয়বের ট্যাটু আঁকেন তিনি।

এমনকি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায়ও আপলোড করেন।

সেই সুজিকেই উত্যক্ত করতেন পিকে। স্প্যানিশ দৈনিক মার্কার এক প্রতিবেদনে বলা হয়, কোর্টেজকে পিকের অশ্লীল বার্তা পাঠানোর তথ্য-প্রমাণ মিলেছে। লম্বা একটা সময়ের জন্য সামাজিক যোগযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই ব্রাজিলিয়ান মডেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন বার্সা ডিফেন্ডার।

শাকিরার সঙ্গে পিকের বিচ্ছেদের পর মুখ খুলেছেন সুজি। নিউইয়র্কভিত্তিক দৈনিক এল দিয়ারিওকে দেয়া সাক্ষাৎকারে নিজেকে বার্সার সাবেক প্রেসিডেন্টের বন্ধু দাবি করেছেন সুজি। তিনি বলেন, ‘আমি বার্সেলোনার সাবেক সভাপতি সান্দ্রো রোসেলের বন্ধু ছিলাম। সেই সুবাদেই পিকের সঙ্গে আমার পরিচয়।’

সুজি কোর্টেজ বলেন, ‘পিকে আমার নাম্বার সংগ্রহ করে এবং সে আমাকে টেক্সট করত। আমি যখন ব্রাজিলে ফেরত আসি, সে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ পাঠাতো এবং ডিলিট করে দিতো। সে আমাকে জিজ্ঞেস করতো আমি কবে ইউরোপে যাব। এমনকি আমায় জিজ্ঞেস আমার নিতম্ব কত বড় জানতে চাইতো!’

সুজির ভাষ্যম, শুধু পিকে নয়; মেসি-কুটিনহো বাদে বার্সেলোনার প্রত্যেক খেলোয়াড় সুজিকে অশ্লীল মেসেজ পাঠাতো। সুজি বলেন, ‘মেসি এবং কুটিনহো একমাত্র বার্সেলোনার খেলোয়াড়, যারা আমাকে কখনো মেসেজ করেননি। তারা মহান স্বামী এবং তাদের স্ত্রীদের অনেক সম্মান করে।’

মেসির প্রশংসা পেয়ে খুশি বেনজেমা