অনন্ত-রাধিকার বিয়েতে কিম কার্দাশিয়ানদের কাণ্ড দেখে হতবাক সবাই

কিম কার্দাশিয়ান ক্লোয়ি কার্দাশিয়ান

বিনোদন ডেস্ক : অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে ব্যক্তিগত বিমানে বৃহস্পতিবার মুম্বাই পৌঁছেছেন আমেরিকান তারকা কিম কার্দাশিয়ান ও তার বোন ক্লোয়ি কার্দাশিয়ান। তারপর বিলাসবহুল হোটেলে তাদের রাজকীয় অভ্যর্থনার ছবিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন ক্লোয়ি। আম্বানিদের বিয়েতে অতিথিদের জন্য নিরাপত্তাকর্মী এবং বিশেষ গাড়ির বন্দোবস্ত রয়েছে। সেসব ছেড়ে কিম ও ক্লোয়ি চড়লেন অটোয়। মুম্বাইয়ে পৌঁছেই দুই বোনের এমন কাণ্ড দেখে হতবাক সবাই।

কিম কার্দাশিয়ান ক্লোয়ি কার্দাশিয়ান

শুক্রবার সকাল থেকে মুম্বাইয়ে তীব্র যানজট লেগে রয়েছে। বৃহস্পতিবার থেকেই সেখানে একে একে পৌঁছতে শুরু করেছেন দেশ-বিদেশের অতিথিরা।

সেই সফরের ভিডিও ক্লোয়ি তার ইনস্টাগ্রাম স্টোরিতে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সেই ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয়নি।

ভিডিওতে পাশ্চাত্যের পোশাকেই দেখা গিয়েছে দুই বোনকে। তবে তার মধ্যে ছিল ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। কিমের কপালে লাল টিকা। ক্লোয়ির কপালে ছিল রুপোলি টিপ। মুম্বাই শহরের ব্যস্ত রাস্তায় তাদের অটোসফরের ভিডিও দেখে আপ্লুত অনুরাগীরা। ভিডিওতে ক্লোয়ি বলেন, ‘আমি আর কিম ভারতে রিকশায় চেপেছি।’

আমিরের পথেই হাঁটছেন ছেলে জুনেইদ

তবে কিম ও ক্লোয়ি কিন্তু শুধুই অনন্ত-রাধিকার বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে ভারতে আসেননি। তাদের অন্য উদ্দেশ্যও রয়েছে।

সূত্রের খবর, তাদের সঙ্গে নিজস্ব টিমও এসেছে। অনন্ত-রাধিকার বিয়েতে দুই বোনের উপস্থিতি রেকর্ড করা হবে। আমেরিকায় একটি রিয়্যালিটি সিরিজে তারা অংশ নিতে চলেছেন। সেখানে এই বিয়ের অনুষ্ঠানের অংশও দেখাবেন দুই বোন।