Samsung Galaxy F55 5G ফোনটি কেনার আগে যা আপনাকে জানতেই হবে

Samsung Galaxy F55 5G

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : স্যামসাং তাদের ‘গ্যালাক্সি এফ’ সিরিজের পরিধি আরও বাড়ানোর জন্য প্রস্তত। খুব তারাত্রি এই সিরিজের নতুন স্মার্টফোন হিসাবে Samsung Galaxy F55 5G ফোনটি ভারত সহ গ্লোবাল বাজারে পেশ করা হতে পারে। ভারতের পাশাপাশি বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটের সাপোর্ট পেজে এই ফোনটি দেখা গেছে। জানিয়ে রাখি এই ফোনটি Samsung Galaxy F54 5G ফোনের আপগ্রেডেড ভার্সন হিসাবে পেশ করা হতে পারে। চলুন দেখে নেওয়া যাক Samsung Galaxy F55 5G ফোনের ডিটেইলস।

Samsung Galaxy F55 5G

লাইভ হল Samsung Galaxy F55 5G ফোনের সাপোর্ট পেজ

ভারত এবং বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটের সাপোর্ট পেজে Samsung Galaxy F55 5G ফোনটি দেখা গেছে।
স্যামসাঙের এই আপকামিং ফোনটি SM-E556B/DS মডেল নাম্বার সহ সাপোর্ট পেজে দেখা গেছে। তবে এখানে এই ফোনের অন্য কোনো স্পেসিফিকেশন সম্পর্কে উল্লেখ করা হয়নি।

জানিয়ে রাখি ওয়েবসাইটে দেখার পর মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি ভারত এবং বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে।

Samsung Galaxy F55 5G ফোনের অন্যান্য লিস্টিং
এর আগে বিআইএস এবং ব্লুটুথ এসআইজি ওয়েবসাইটেও Galaxy F55 5G ফোনটি এই একই SM-E556B মডেল নাম্বার সহ দেখা গেছে। তবে এই প্ল্যাটফর্মগুলি থেকেও ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই জানা যায়নি। ব্র্যান্ডের পক্ষ থেকে শীঘ্রই এই ফোনটি সম্পর্কে তথ্য শেয়ার করা হবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy F54 5G ফোনের স্পেসিফিকেশন

স্ক্রিন: গ্যালাক্সি এফ54 5জিতে সুপার এমোলেড+ প্যানেল দিয়ে তৈরি 6.7 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিনটি 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।
প্রসেসর: Galaxy F54 5G ফোনটি স্যামসাঙের নিজস্ব 5 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এক্সিনস 1380 অক্টাকোর প্রসেসরে রান করে।
স্টোরেজ: এই ফোনে 8GB RAM এবং 256GB Memory যোগ করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই স্যামসাং ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে ওআইএস ফিচার সাপোর্টেড 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য Samsung Galaxy F54 5G ফোনটিতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

আমরাও ভালো পারিশ্রমিক পাওয়ার দাবিদার: রাশি খান্না

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য গ্যালাক্সি এফ54 5জিতে 25 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি হ 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।