সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : নির্বাচন কমিশনার মো.আলমগীর জানিয়েছেন, ইভিএমে কোন ত্রুটি আছে কিনা তা শনাক্তে জুনের মধ্যেই বিশেষজ্ঞ দল ডাকবে নির্বাচন কমিশন।
শুক্রবার (২০ মে) দুপুরে মানিকগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সামনেই করা হবে পরীক্ষা-নিরীক্ষা। বিশেষজ্ঞদের মতামতের পরই সিদ্ধান্ত নেওয়া হবে সংসদ নির্বাচনে এটি ব্যবহার হবে কিনা। এই মুহূর্তে ১০০ থেকে ১১০ আসনে ইভিএমে ভোট গ্রহণের সক্ষমতা আছে।তবে রাজনৈতিক দলগুলোর ইভিএমে আস্থা ফিরলে এই সংখ্যা বাড়ানো হতে পারে।
মো. আলমগীর আরো বলেন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনা কমিশনের কাজ নয়। এটা সরকার এবং রাজনৈতিক দলগুলোর বিষয়।তবে বর্তমান কমিশন সব রাজনৈতিক দলের আস্থা অর্জনে কাজ করছে।
আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিটি ভোট কক্ষে সিসি ক্যামেরা থাকবে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লফিতের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা নির্বাচন অফিসার মো. হাবিবুর রহমানসহ অন্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।