আন্তর্জাতিক ডেস্ক : পরীক্ষা শিক্ষার একটি বড় অংশ। এই পরীক্ষার খাতায় সঠিক উত্তর না জানলে প্রায় সবাই ভুল উত্তর লিখে ফেলেন। ভুল উত্তর বা বানিয়ে লেখার অভিজ্ঞতা নেই এমন লোক খুঁজে পাওয়া অসম্ভব। তবে কেউ কেউ সাদা খাতাও জমা দিয়ে আসেন।
সম্প্রতি ভারতের এক শিক্ষার্থীর পরীক্ষার উত্তরপত্র ভাইরাল হয়েছে। যেখানে প্রশ্ন ও উত্তরের মধ্যে কোনো মিল নেই, সেখানে শিক্ষার্থী সৃজনশীলতার সমস্ত সীমা অতিক্রম করেছে। উত্তরের পরিবর্তে ‘পিকে’ ও ‘থ্রি ইডিয়টস’ সিনেমার গানের লাইন লিখেছেন ওই শিক্ষার্থী।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে ভারতের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পরীক্ষার উত্তরপত্র দেখা যাচ্ছে। যেখানে একাধিক প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায় শূন্য পেয়েছিলেন তিনি।
পাতায় দেখা যাচ্ছে, আমির খানের জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়টস’ এর ‘গিভ মি সাম সানশাইন’ গানের কথা লিখেছেন ওই শিক্ষার্থী। এর একটু নিচে তিনি ‘পিকে’ সিনেমার ‘ভগবান হ্যায় কাহা রে তু’ এর গানের কথা লিখেছেন। শিক্ষার্থীর এমন উত্তরপত্র দেখে শিক্ষকও তার মতামত লিখেছেন।
এক প্রশ্নের উত্তরে ওই শিক্ষার্থী আরও লিখেছেন, ‘ম্যাডাম, আপনি খুব চমৎকার একজন শিক্ষক। এটা আমার ব্যর্থতা যে আমি কঠোর পরিশ্রম করিনি। হে ভগবান, আমাকে পড়াশোনায় কিছু প্রতিভা দাও!’
+https://inews.zoombangla.com/did-aryan-khan-ignore-ananya-panday-again-at-ambanis-party/
এর জবাবে ওই শিক্ষক তার উত্তরপত্রে লিখেন, ‘তোমার তো আরও প্রশ্নের উত্তর (গান) লেখা উচিত।’ পরীক্ষার উত্তরপত্রে ছাত্র-শিক্ষকের এই অদ্ভুত কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।