আন্তর্জাতিক ডেস্ক : পরীক্ষার হলে জ্ঞান হারিয়ে আলোচনার জন্ম দিয়েছে ভারতের এক শিক্ষার্থী। পরীক্ষার হলে ৫০০ ছাত্রীর মধ্যে সিট পড়ে ওই ছেলের। তাতেই জ্ঞান হারিয়ে ফেলে সে। সম্প্রতি এমন এক ঘটনা ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সংবাদ সংস্থা এএনআইয়ে জানা গেছে, ঘটনা ঘটেছে বিহারের আল্লামা ইকবাল কলেজে। ওই ছেলের নাম শঙ্কর। জানতে পারে ৫০০ ছাত্রীর মাঝে সে একাই। একপর্যায়ে পরীক্ষার হলে জ্ঞান হারিয়ে ফেলে।
শঙ্করের এক আত্মীয় জানান, দ্বাদশ শ্রেণির ছাত্র শঙ্কর পরীক্ষার হলে ৫০০ ছাত্রীর মধ্যে নিজেকে দেখেই অজ্ঞান হয়ে পড়ে। তার শরীরে জ্বর আছে। তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার আরেক আত্মীয় বলেন, ‘সে পরীক্ষার হলে যায়, সেখানে এত মেয়ে দেখেই জ্বর চলে আসে।’
শারীরিকভাবে অসুস্থ হওয়ার পরই হাসপাতালে ভর্তি করা হয়েছে শঙ্করকে। চিকিৎসকরা জানান, আপাতত অবস্থা স্থিতিশীল। তার চিকিৎসা চলছে। সূত্র: টাইমসনাও, হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।