পরীক্ষার হলে স্কুলছাত্রের চাপাতি নিয়ে প্রবেশ

স্কুল ছাত্রের

জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরের এক বিদ্যালয়ের পরীক্ষা হলে চাপাতি নিয়ে প্রবেশ করায় সামির আলী নামে অষ্টম শ্রেণির এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। রবিবার সকালে উপজেলা সদরের সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। সামির মির্জাপুর পৌর সদরের বাইমহাটী প্রফেসরপাড়া গ্রামের এমদাদ আলীর ছেলে। জানা গেছে, ওই বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে।

স্কুল ছাত্রের

রবিবার ছিল অষ্টম শ্রেণির বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা। সামির আলী নামের অষ্টম শ্রেণির ওই ছাত্র পকেটে করে পরীক্ষা হলে চাপাতি নিয়ে যায়। এসময় পরীক্ষার কক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা আলো রানী পোদ্দার এনিয়ে জিজ্ঞেস করলে, পকেট থেকে চাপাতিটি বের করে সামির। ওই শিক্ষিকা বিষয়টি বিদ্যালয়ের প্রধানশিক্ষক রফিকুল ইসলাম খানকে জানান। পরে প্রধানশিক্ষক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানকে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযুক্ত ছাত্রের অভিভাবকের অঙ্গীকারনামা রেখে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কারের নির্দেশ দেন।

রোদ্দুর রায়ের কথার প্যাঁচে হিমশিম খাচ্ছে পুলিশ

বিদ্যালয়ের প্রধানশিক্ষক রফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযযুক্ত ছাত্রের অভিভাবকের কাছ থেকে অঙ্গীকারনামা নিয়ে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। ’