সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানিকগঞ্জের দৌলতপুরে নির্বাচনী মতবিনিময় সভা ও কর্মী সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ।
শুক্রবার বিকেলে উপজেলার বাঘুটিয়া কাচাই শেখ উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী মতবিনিময় সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সালাউদ্দিন মাহমুদ জাহিদ তাঁর বক্তব্যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় বিজয়ী করার লক্ষ্যে বিভেদ ভূলে সকল নেতাকর্মীদের একত্রিত হয়ে কাজ করার আহবান জানান।
মতবিনিময় সভায় এসএম জাহিদ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি সাধারণ জনগণ ও নেতাকর্মীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সেগুলো সমাধানে কাজ করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে সাজ্জাদ হোসেন মমিনের সঞ্চালনায় ও রওশন আলমের সভাপতিত্বে চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস, ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান, সাবেক ছাত্রলীগ নেতা জুয়েলসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
মতবিনিময় সভায় ঘিওর-দৌলতপুর ও শিবালয়ের কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।