মুম্বাই থেকে ফিরে উচ্ছ্বসিত শাকিব বললেন ‘আরো কাজ আসছে’

শাকিব খান

বিনোদন ডেস্ক : শাকিব খান প্রায় ১ মাস পর দেশে ফিরলেন। ভারতে ‘দরদ’ সিনেমার শুটিং শেষে ১৮ নভেম্বর বিকালে ঢাকায় ফেরেন এই নায়ক। বিমানবন্দর থেকে বের হয়ে শাকিব তার অভিজ্ঞতা এবং নতুন কাজের পরিকল্পনা নিয়ে কথা বলেন উপস্থিত সাংবাদিকদের সঙ্গে।

শাকিব খান

শাকিব খান বলেন, ‘এই অভিজ্ঞতা কেমন বলে বোঝানো যাবে না। এই যে প্রতিবার একটা ভালো কাজ করে আসার পর সবাই এমন উচ্ছ্বাস নিয়ে আসে, স্বাগত জানায়, এর অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না।’

শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে শাকিব বলেন, এতে নতুন কী আছে, সিনেমা মুক্তি পেলে তবেই দেখতে পাবে দর্শক।

‘ছোট পরিসরে হোক বা বড় পরিসরে, যাত্রাটা তো শুরু হলো। আশা করছি, আরও অনেক ভালো কাজ করবো। মুম্বাইয়ের সঙ্গে আরও অনেক কাজ আসতে যাচ্ছে। প্যান ইন্ডিয়ান এই যাত্রা অনেক দূর যাবে।’ বলেন তিনি।

অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান। এটি নির্মিত হচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে, বাংলা ছাড়াও পাঁচটি ভাষায় ভারতজুড়ে মুক্তি পাবে সিনেমাটি।

মুম্বাইয়ের ২ ফ্ল্যাট কত বিক্রি করলেন প্রিয়াংকা

এদিকে আগামী মাসেই ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু করবেন বলে জানান শাকিব। হিমেল আশরাফের পরিচালনায় এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।