বিনোদন ডেস্ক : বর্তমানে এখন ওয়েব সিরিজ দেখার নেশার মতন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। একটা সময় মানুষ যখন কার্যত ঘরবন্দী হয়ে বসেছিল, তখন কিন্তু মুঠোফোনের মাধ্যমে ছোট ছোট ওয়েব সিরিজ তাদের সময় কাটানোর জন্য একমাত্র পথ ছিল। ছোট ছোট ওয়েব সিরিজগুলো দেখতেও যত সুন্দর এবং দেখতেও কম সময় লাগে, বর্তমান প্রজন্মের হাতেও তো সময় কোথায়।
তারা এতটাই ব্যস্ত থাকে, যে টেলিভিশনে বসে দীর্ঘক্ষণ সময় ধরে সিনেমা দেখা, তাদের পক্ষে কিছুতেই সম্ভব নয়। তখন সেই জন্য তারা এই মুঠোফোনের মাধ্যমে ওয়েব সিরিজগুলো দেখে ফেলে। এই গল্পগুলো প্রত্যেকটাই ১৮ প্লাস এর জন্য। অবশ্যই দেখতে গেলে প্রাইভেসি মেইনটেইন করতে হবে, বাড়িতে থাকা কারোর সামনেই এই সিনেমাগুলো আপনি দেখতে পারবেন না।
এই ওয়েব সিরিজের মাধ্যমে অনেক নতুন নতুন অভিনেতা অভিনেত্রী নতুন করে কাজ করার সুযোগ পাচ্ছেন। বিশেষ করে এই ধরনের সিরিজগুলোতে যারা অভিনয় করেন, তারা কিন্তু অন্যান্য সিনেমায় যারা অভিনয় করেন, তাদের থেকে অনেক বেশি সাহসী হয়, কারণ এই ধরনের ওয়েব সিরিজের পরতে পরতে ছড়িয়ে থাকে, অনেক সাহসী রোমান্টিক দৃশ্য।
সোমবার মুক্তি পেয়েছে নেটফ্লিক্স এর সিরিজ ‘টুথ পরী’র প্রথম লুক। এই ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে রয়েছেন দিল দোস্তি ডান্স এবং, গঙ্গুবাই কাঠিয়াবাড়ি খ্যাত অভিনেতা শান্তনু মাহেশ্বরী এবং অভিনেত্রী তানিয়া মানিকতলা। টিজার থেকে স্পষ্ট শান্তনুকে এই ওয়েব সিরিজে একজন দাঁতের চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে। হাতে ফরসেপ নিয়ে দেখা যাচ্ছে তাকে। অন্যদিকে তার রোগীর ভূমিকায় রয়েছেন তানিয়া।
এই ওয়েব সিরিজটি প্রেম কাহিনী বলে মনে হলেও, আর পাঁচটা ওয়েব সিরিজ এর মত সরল প্রেম কাহিনী নয়। বলতে গেলে তানিয়া এখানে ভ্যাম্পায়ার। যার প্রিয় খাদ্য হল রক্ত। টিজারের শেষে দেখা যাবে, ডাক্তারের হাত কেটে রক্ত গিয়ে পড়ছে রোগীর মুখে, এবং তাতে ভ্যাম্পায়ার খুব শান্তি পাচ্ছে। রোগীর চোখে মুখে ফুটে ওঠে আনন্দের ছাপ। এই ওয়েব সিরিজের লেখক এবং পরিচালক প্রতীম দাশগুপ্ত নিজেই। আর গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রেবতী, সিকান্দার খের, তিলোত্তমা সোম, আদিল হোসেন এবং শাশ্বত চট্টোপাধ্যায়। দেখে নিন অসাধারণ ভিডিও –
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।