আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের পর অনেকের বাসায় দাওয়াত থাকে। আজ ওই আত্মীয়ের বাসায় কাল আরেক আত্মীয়ের বাসায়। দাওয়াতে খেতে খেতে ওজন দ্বিগুণ হয়ে যায় নতুন বর-কনের। স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা ভিড় করেন জিমে আর কেউ বা বাড়িতেই ব্যায়াম বা হাঁটাহাঁটি শুরু করে দেয়। এমন স্বাস্থ্য সচেতন মানুষ বিরল যারা বিয়ের মণ্ডপেই ব্যায়াম করা শুরু করে দেন।
অদ্ভুত মনে হলেও, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে এমনই এক কনের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। বিয়ের লেহেঙ্গা, গহনা পরেই “পুশ-আপ” করতে দেখা গেছে ওই নারীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ১২ সেকেন্ডের ওই ভিডিওটি শেয়ার হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই লাখ লাখ ভিউ পেয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, গুরুগ্রামে অনুষ্ঠিত ওই বিয়েতে বর ও কনে তাদের জীবনের বিশেষ এই দিনটিতে স্বাস্থ্য সচেনতাকে মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছিল। তাই বিয়ের আসরে এই নবদম্পতি যারা কি-না দুজনই ফিটনেস বিশেষজ্ঞ স্বাস্থ্য সচেতনতাকে প্রাধান্য দিয়েছে। অন্যান্য নবদম্পতিদের মতো ঐতিহ্যগত ফটোশুট কিংবা দর্শনীয় কোনো স্থানে ছবি তোলার পরিবর্তে বিয়ের মঞ্চেই পুশ-আপ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।
Fitness with a difference. A bride doing pushups with lehenga and jewellery,,, pic.twitter.com/WQYYiubnVN
— dinesh akula (@dineshakula) April 14, 2022
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।