আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে প্রবাসী আয় সবচেয় বেশি সৌদি আরবে। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর ইকনোমিক টাইমসের। ‘মাইএক্সপ্যাট্রিয়েট মার্কেট পে সার্ভে’ শীর্ষক গবেষণাটি করেছে পরামর্শক প্রতিষ্ঠান ইসিএ ইন্টারন্যাশনাল। গবেষণার ফলাফলে দেখা গেছে, প্রবাসীদের বেতন সবচেয়ে বেশি মধ্যপ্রাচ্যের এই দেশটিতে।
সৌদি আরবে একজন ‘মিডল ম্যানেজার’ বছরে গড়ে ৮৩ হাজার ৭৬৩ পাউন্ড আয় করেন। বাংলাদেশি মুদ্রায় এটা ১ কোটি ১৭ লাখ টাকার সমান, যা বিশ্বে সর্বোচ্চ।
গবেষণায় আরও বলা হয়েছে, সৌদি আরবে আগের বছরের (২০২১) তুলনায় চলতি বছর গড় বেতন ৩ শতাংশ কমে গেছে। এরপরও দেশটি প্রবাসী বেতনে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।
গবেষণা মতে, ইউরোপের দেশগুলোর মধ্যে প্রবাসীদের বেতন সবচেয়ে বেশি সুইজারল্যান্ডে। বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা দেশটির একজন মিডল ম্যানেজারের গড় বেতন ৭৭ হাজার ৭৬০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় এটা ১ কোটি ৮ লাখ টাকার সমান।
প্রবাসীদের সর্বোচ্চ গড় বেতনের দিকি দিয়ে বিশ্বে তৃতীয় দেশ যুক্তরাজ্য। দেশটিতে একজন মিডল ম্যানেজারের গড় বেতন ৬৩ হাজার ২৬০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ৮৮ লাখ টাকার সমান। অথচ কর্মচারী পাঠানোর খরচে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশ যুক্তরাজ্য।
উচ্চ বেতনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব প্রবাসীদের জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। তবে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে প্রবাসীদের বেতন মন্দ নয়। যেমনটা বলছিলেন ইসিএ ইন্টারন্যাশনালের পারিশ্রমিক ও নীতি বিষয়ক গবেষণা ব্যবস্থাপক অলিভার ব্রাউন।
এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘সব দিক থেকে সেরা না হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসীদের বেতন অবিশ্বাস্যভাবে বেশি। এ কারণেই মানুষ সেখানে যাওয়ার চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘সৌদি আরবে সর্বোচ্চ বেতনের পাশাপাশি জীবনযাত্রার খরচ ও ব্যক্তিগত কর কম হওয়ায় সবকিছুই বেশ সাশ্রয়ী। যেখানে যুক্তরাজ্যে বেতনের সিংহভাগ কর ও জীবনযাত্রার খরচেই চলে যায়।’
গবেষণায় বলা হয়েছে, যুক্তরাজ্য ও জাপানে প্রবাসীদের বেতনের ব্যবধান বেড়েছে। যুক্তরাজ্যে কর্মী প্রতি বেতন, ট্যাক্স, বাসস্থান, আন্তর্জাতিক স্কুলিং এবং অন্যান্য খরচসহ গড়ে মোট ৪ লাখ ৪১ হাজার ৬০৮ ডলার বেতন দেয়া হয়। এর মধ্য বেতন মাত্র ১৮ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।