জুমবাংলা ডেস্ক : চলতি মাসের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৩ কোটি ৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৯৬৭ কোটি টাকার সমান। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫ লাখ ডলার বা ১ হাজার ২৮১ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬০ কোটি ১০ লাখ ডলার, যা থেকে প্রবাহ বেড়েছে প্রায় ২২ শতাংশ।
২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের ৭ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫২৭ কোটি ৩০ লাখ ডলার, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশের বেশি বৃদ্ধি। এছাড়া, চলতি বছরের এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ ডলার, যা মার্চ মাসের তুলনায় কিছুটা কম হলেও এখনও উল্লেখযোগ্য।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানিয়েছেন, অর্থপাচার রোধে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে, যার ফলে হুন্ডি ও অন্যান্য অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমেছে। ফলে বৈধ পথে রেমিট্যান্স আহরণ বেড়েছে। এছাড়া, গত রমজানে প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজনের কাছে বেশি অর্থ পাঠিয়েছেন, যা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে সহায়ক হয়েছে। আগামী ঈদুল আজহাকে কেন্দ্র করেও রেমিট্যান্স পাঠানোর ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।