সন্তানের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী শাহীন

জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জের হোসেনপুরে ছেলে-মেয়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন তোফাজ্জল হোসেন শাহীন নামের এক সৌদি প্রবাসী।

সোমবার বিকেলে উপজেলার ডাহরা গোলপুকুর পাড় মাদরাসা মাঠে স্ত্রী, সন্তান নিয়ে হেলিকপ্টারে অবতরণ করেন সৌদি প্রবাসী তোফাজ্জল। এ দৃশ্য দেখতে দুপুর থেকেই ভিড় করতে থাকেন স্থানীয় এলাকাবাসী।

এ সময় তার নিকটাত্মীয়-স্বজন ছাড়াও প্রতিবেশীরা ফুল দিয়ে বরণ করেন।

হেলিকপ্টারে বাড়ি ফেরা ওই সৌদি প্রবাসী হলেন উপজেলার পুমদি ইউনিয়নের বর্শিকূড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাসরত তোফাজ্জল হোসেন গত কয়েকবার ঢাকা থেকে সড়কপথে বাড়ি ফিরলেও এবারই প্রথম ছেলে-মেয়ের ইচ্ছা পূরণ করতে সপরিবারে হেলিকপ্টারে বাড়ি ফেরেন। এর আগে একবার সৌদি মালিককেও নিয়ে আসেন তার নিজ বাড়িতে। কিছুদিন আগে স্ত্রী ও ছেলে-মেয়েকে ওমরাহ করতে নিয়ে যান সৌদি আরব। পরে গত সোমবার বিকেলে বিমানবন্দরে নেমে সেখান থেকে সরাসরি হেলিকপ্টারে করে বাড়ি ফিরেন তিনি।

প্রবাসী তোফাজ্জল জানান, ছেলে-মেয়ের ইচ্ছে ছিল হেলিকপ্টারে বাড়ি ফেরার। তাই তাদের ইচ্ছা পূরণে সবাইকে সাথে নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরেছেন তিনি।

বিষয়টি এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।