বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : মানুষ কি চাঁদে গিয়েছিল? ছবি, ভিডিওসহ অসংখ্য অকাট্য প্রমাণ আছে। তবুও একদল মানুষ মাঝে মাঝে প্রশ্ন তোলে, কনস্পাইরেসি থিওরি কপচায়। কিছু ব্যাপ্যারে তাদের খটকা আছে, কিছু প্রশ্ন আছে।
আজ থাকছে অলড্রিনের ছবি কে তুলল- এ সংশয়ের ব্যাখ্যা।
চন্দ্রপৃষ্ঠে দাঁড়ানো অলড্রিনের ছবিটা বিখ্যাত বিজ্ঞান দুনিয়ায়। কিন্তু এই ছবিটা নিয়েও সন্দেহবাদীদের প্রশ্ন আছে। প্রশ্ন হলো এই ছবিটা কে তুলল?
উত্তর খুব সোজা।
চাঁদে তার একমাত্র সঙ্গী নিল আর্মস্ট্রং। কিন্তু সন্দেহবাদীদের কিছু সংশয় আছে। তার কারণও আছে। ছবিতে অলড্রিনের মাথার হেলমেটের আর্মস্ট্রংয়ের প্রতিবিম্ব।
সেই প্রতিবিম্ব দেখে মনে হতে পারে, আর্মস্ট্রং অলড্রিনের দিকে পেছন ফিরে আছেন। তাহলে ছবিটা তুলল কে? নিশ্চয়ই ছবিটা ভূতে তুলে দিয়ে যায়নি? ছবি যে-ই তুলুন, তার প্রতিবিম্ব হেলমেটের গ্লাসে দেখা যাবেই। কারণ, ছবিতে অলড্রিনকে সামনের দিকে তাকানো অবস্থায় দেখা আচ্ছে। প্রতিবিম্বে আর্মস্ট্রং ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। সন্দেহবাদীদের যুক্তি যদি ঠিক হতো, তাহলে তৃতীয় আরেকজনকে দেখা যেত প্রতিবিম্বে।
এরপরও তারা হয়তো বলবেন, ছিল, আসলে এডিট করে মুছে ফেলা হয়েছে।
এডিটই যদি করা হবে, তাহলে ক্যামেরা হাতে একজন স্যুটেড নভোচারিকে দাঁড় করিয়ে দিতে পারত নাসার ছবি বিশেষজ্ঞরা, তাহলে কোনো প্রশ্নই উঠত না।
এটা ঠিক, প্রতিবিম্বের ছবিতে আর্মস্ট্রংয়ের হাতে ধরা ক্যামেরা ছিল না। ক্যামেরার সূক্ষ্ম বোতামগুলো স্পেসস্যুটের গ্লাস পরে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। তাই ক্যামেরাটা আর্মস্ট্রংয়ের বুকে শক্ত লাগানো বা ফিক্সড করা ছিল। সেটা এমনভাবে ফিক্স করা ছিল, যেন সাটার বাটন চাপলেই ছবি উঠে যায়। সূত্র: নাসা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।