জুমবাংলা ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে প্রথমে ককটেল বিস্ফোরণ ও গুলি করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোশারফ হোসেন নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারস্থ প্রীতি জুয়েলার্সে এ ঘটনা ঘটে। জনতা সন্দেহভাজন এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে।
মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা জানান, শনিবার সন্ধ্যায় হঠাৎ করে ৫-৭ জনের ডাকাত দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে পিস্তল নিয়ে প্রীতি জুয়েলার্সে প্রবেশ করে সবাইকে জিম্মী করে স্বর্ণালঙ্কার লুট করে। এ সময় পাশের দোকানের মোশারফ হোসেন ডাকাত ডাকাত বলে চিৎকার করেন। তখন তাকে গুলি করে ডাকাতরা।
প্রীত জুয়েলার্সের মালিক রবীন্দ্র দত্ত বলেন, ‘ভাতিজা পলাশ দত্ত দোকানে ছিল। ডাকাতরা ককটেল বিস্ফোরণ ও পিস্তল ঠেকিয়ে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘মিয়াবাজার স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জনতা এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য ডাকাতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।