জুমবাংলা ডেস্ক : চলতি অর্থবছরের ১০ মাসে বাংলাদেশের রফতানি আয় ৩৫ দশমিক ১৪ শতাংশ বেড়ে ৪৩ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে যা ২০২১ অর্থবছরের চেয়ে ১২ শতাংশ বেশি।
রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) চলতি অর্থবছরে ৫১ বিলিয়ন মার্কিন ডলারের রফতানি লক্ষ্যমাত্রা অতিক্রমের মাইলফলক তৈরি করবে বলে আশা করছে।
সোমবার প্রকাশিত ইপিবির তথ্য অনুযায়ী, এপ্রিলে এক মাসে পণ্য ও সেবা রফতানি করে বাংলাদেশী উদ্যোক্তারা চার দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও কোভিড-১৯ মহামারী পরবর্তী সময়ে বিশ্ববাজারে তৈরি পোশাকের ক্রমবর্ধমান চাহিদার কারণে দেশের উদ্যোক্তারা এই রেকর্ড অর্জন করেছেন।
এ ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরের শেষ পর্যন্ত বাংলাদেশ প্রথমবারের মতো ৫১ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা অতিক্রম করে রফতানি বাণিজ্যে ইতিহাস সৃষ্টি করবে। উচ্চ রফতানি আয়ের একক মাস হিসেবে এপ্রিল বাংলাদেশের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ মাস।
চলতি অর্থবছরের ডিসেম্বরে সর্বোচ্চ আয় ছিল চার দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ছিল জানুয়ারিতে চার দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। মার্চে ছিল চার দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলার যা ফেব্রুয়ারিতে চার দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলার ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।