জুমবাংলা ডেস্ক : গাঁজা সেবনের অপরাধে ছাত্রবাস থেকে বহিষ্কার করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সমন্বয়ক মো. শাহাবুদ্দিন মিয়াকে। ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক অধ্যাপক আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহাবুদ্দিন বিএম কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। অশ্বিনী কুমার ছাত্রাবাসের বি-ব্লকের ৩১৫ নম্বর কক্ষে থাকতেন তিনি।
ছাত্রাবাস সূত্রে জানা গেছে, ‘শাহাবুদ্দিনের বিরুদ্ধে ছাত্রাবাসে বসেই গাঁজা সেবনের লিখিত অভিযোগ করেন ছাত্রাবাসের অর্ধ শতাধিক শিক্ষার্থী।
অভিযোগে উল্লেখ করা হয়, ছাত্রাবাসের বি-ব্লকের ৩১৫ নম্বর কক্ষে শাহাবুদ্দিন মিয়া নিয়মিত প্রকাশ্যে গাঁজা সেবন করেন। অন্য ছাত্ররা নিষেধ করলে তাদের সঙ্গে উগ্র আচরণ করে। ছাত্রাবাস থেকে শাহাবুদ্দিনকে স্থায়ীভাবে বহিষ্কারের আবেদন করা হয় আবেদনপত্রে।
ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক অধ্যাপক আসাদুজ্জামান বলেন, গত ৭ সেপ্টেম্বর সাধারণ শিক্ষার্থীদের দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে ছাত্রাবাসের ওই কক্ষে অভিযান চালানো হয়। এসময় শাাহাবুদ্দিন মিয়ার অপরাধের বিষয়টি প্রমাণিত হয়। পরে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে জানতে শাহাবুদ্দিন মিয়ার মুঠোফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়। তাছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজের অপর দুই সমন্বয়ক হাসান রাজু ও সাব্বির আহমেদ এ প্রসঙ্গে কথা বলতে রাজী হননি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel