বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মঙ্গল গ্রহে লুপ্তপ্রায় প্রাচীন হিমবাহের সন্ধান পাওয়া গেছে। বোঝা যাচ্ছে সেখানে এখনও পানির কিছুটা গঠন রয়েছে। মানুষও একদিন এই লাল গ্রহে পা রাখবে বলে আশা করা হচ্ছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বরফের বড় অংশ এখন আর সেখানে নেই। কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, মঙ্গল গ্রহের নিরক্ষীয় অঞ্চলে এক সময় হিমবাহের অস্তিত্ব ছিল। সেখানে যা জমে থাকে তাতে সাধারণত হালকা রঙের সালফেট লবণ থাকে।
গবেষণা দলটি হিমবাহের অভ্যন্তরের খোলা অংশগুলোও পর্যবেক্ষণ করেছে। মঙ্গল গ্রহের এই ফলাফলগুলো সম্প্রতি টেক্সাসের উডল্যান্ডসে ৫৪তম চন্দ্র-গ্রহ বিজ্ঞান সম্মেলনে ঘোষণা করা হয়েছিল।
এসইটিআই ইন্সটিটিউট ও মার্স ইন্সটিটিউটের সিনিয়রগ্রহ বিজ্ঞানী ডক্টর প্যাসকেল লি এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা যা পেয়েছি তা বরফ নয় বরং হিমবাহের বিশদ আকারগত বৈশিষ্ট্যসহ লবণের স্তূপ। মূলত, এই লবণ হিমবাহের উপরে গঠিত হয়।’
গবেষকরা মনে করছেন, হিমবাহের দৈর্ঘ্য ছিল সাড়ে তিন মাইল বা ছয় কিলোমিটার। প্রস্থ ছিল আড়াই মাইল বা চার কিলোমিটার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।