জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় মোহাম্মদ আলী (৪৫) নামে এক যুবক গ্রেফতার হয়েছেন।
মঙ্গলবার রাতে জেলা শহরের কুমারশীল মোড়ে চাঁদাবাজির সময় তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
এ ঘটনায় বুধবার বিকালে মামলার পর তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মোহাম্মদ আলী সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের মৌলভী আলী হোসেনের ছেলে। তার বিরুদ্ধে এর আগেও প্রতারণা ও মাদক নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ১নং শহর পুলিশ ফাঁড়ির এসআই মো. হুমায়ুন কবির যুগান্তরকে জানান, মোহাম্মদ আলীর বিরুদ্ধে মাদক, প্রতারণাসহ একাধিক মামলা আছে। মঙ্গলবার রাতের ঘটনায় মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী এক সময় কলা বিক্রি করতেন খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে। পরবর্তীতে বিশ্বরোড মোড়ে সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদাবাজি শুরু করেন।
একপর্যায়ে বিভিন্ন জায়গা থেকে ভুয়া কার্ড সংগ্রহ করে তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে নানান অপকর্ম শুরু করেন।
এর আগে এক বৃদ্ধের কাছ থেকে টাকা ছিনতাই এবং অপর আরেক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার করা হয় তাকে। ওই সময় তার কাছ থেকে বিভিন্ন গণমাধ্যমের ভুয়া পরিচয়পত্র পাওয়া যায়।
মঙ্গলবার রাতে শহরের কুমারশীল মোড়ে মোহাম্মদ আলী সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন এক অটোচালকের কাছে। এ সময় অটোচালকরা ও স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।