Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    ঢাকা বিভাগীয় সংবাদ

    গণপরিবহনে চাঁদাবাজির অভিযোগে আটক ২, মুচলেকা নিয়ে ছেড়ে দিল পুলিশ

    Saiful IslamApril 20, 2023Updated:April 20, 20232 Mins Read

    সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গণপরিবহণ থেকে চাঁদাবাজির অভিযোগে দুই জনকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। চাঁদাবাজির অভিযোগে আটক হওয়া ওই দুই যুবকের নাম ওয়াসিম (৩৫) ও রাসেল (৩০)। তারা মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা বাস মালিক সমিতির সভাপতি মো: জাহিদুর রহমান জাহিদের অনুসরাী।

    প্রতীকী ছবি

    জানা গেছে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌরসভা কর্তৃক ইজারাকৃত পার্কিং চার্জ ব্যতিত প্রতিটি গাড়ি থেকে প্রতিদিন অবৈধভাবে মোটা অঙ্কের টাকা চাঁদা আদায় করা হয়। মালিক সমিতি ও শ্রমিক সমিতির নামে তোলা হয় এসব চাঁদা। ঈদকে সামনে রেখে এই চাঁদাবাজির পরিমাণ কয়েকগুণ বেড়ে যায়। লাগামহীন এ চাঁদাবাজির কারণে অতিষ্ট হয়ে বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ সদর থানা পুলিশকে মোবাইল ফোনে বিষয়টি জানালে চাঁদাবাজির সময় দুই যুবককে হাতেনাতে আটক করে থানায় নিয়ে যায় মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান। পরে তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয় বলে জানা যায়।

    বাস চালক জহির বলেন, প্রতিদিনই বাসস্ট্যান্ডে ২০০ টাকা করে দিতে হয়। ঈদ উপলক্ষে বখশিস বাবদ ১০০ টাকাসহ মোট ৩০০ টাকা দিতে হয়। এসব টাকা নেয় বাস মালিক সমিতির সভাপতির লোকজন। এর বাইরে পার্কিং চার্জ তো আছেই।

    আরেক বাস চালক জসিম উদ্দিন বলেন, সকালে প্রথম ট্রিপ দেয়ার সময়ই ৩০০ টাকা জিপি দিতে হয়েছে। এই জিপি না দিলে রোডে গাড়ি চালানো যায়না। নেতারা ঝামেলা করে।

    স্থানীয় হকার কলিমুদ্দিন বলেন, দুপুরবেলা পুলিশ দুই জনকে আটক করে হ্যান্ডকাফ পড়িয়ে নিয়ে গেছে। তারা সবসময় গাড়ি থেকে টাকা তুলতো।

    সজীব নামের একজন জানান, পৌরসভা থেকে ইজারা নেয়া বাবদ পার্কিং চার্জ আদায়ের কাজ করেন তিনি। বাস মালিক সমিতির লোকজন পার্কিং চার্জ আদায়ে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতো। যাদেরকে পুলিশ আটক করেছে তারা বাসস্ট্যান্ডের সকল গাড়ি থেকে নিয়মিত চাঁদা তুলতো।

    নিয়ম বর্হিভূতভাবে অতিরিক্ত জিপি আদায়ের বিষয়ে জানতে জেলা বাস মালিক সমিতির সভাপতি মো: জাহিদুর রহমান জাহিদের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

    উপ-পরিদর্শক মাসুদুর রহমান জানান, বাসস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজি করছে এমন খবর পেয়ে ওসি স্যারের নির্দেশে তাদের আটক করা হয়েছিল।

    বিষয়টি নিয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার বলেন, বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায় করা হচ্ছে এমন খবর পেয়ে ফোর্স পাঠিয়ে দুইজনকে আটক করা হয়েছিল। পরে খোঁজখবর নিয়ে এ অভিযোগের কোন সত্যতা পাইনি। জানতে পেরেছি পৌর পার্কিংয়ের ইজারা নিয়ে নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা আছে। ভবিষ্যতে তারা যাতে চাঁদাবাজি না করে সেই মর্মে একটি মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

    ২ অভিযোগে আটক গণপরিবহনে চাঁদাবাজির ছেড়ে ঢাকা দিল নিয়ে, পুলিশ প্রভা বিভাগীয় মুচলেকা সংবাদ
    Related Posts
    পলাতক পাখি

    মহিলা লীগের পলাতক পাখি গ্রেফতার

    July 30, 2025
    Manikganj

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

    July 30, 2025
    সাপুড়ের মৃত্যু

    কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

    July 30, 2025
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.