আন্তর্জাতিক ডেস্ক : কলকাতাসহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা কথা জারি করেছে কলকাতার আলিপুর আবহাওয়া অফিস। ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ও কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, বৃহস্পতিবার ৪১ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের লাল মাটির জেলা বাঁকুড়ার তাপমাত্রা।
পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতেও তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। যা স্বাভাবিক থেকে প্রায় তিন থেকে চার ডিগ্রি বেশি।
এমন অবস্থায় দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। এমন তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া কম করে আরো চার থেকে পাঁচ দিন থাকবে। তাই সতর্কতা জারি থাকবে। এমন অবস্থাতেও এখনি বৃষ্টির কোনোরকম পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর বলছে, বর্তমানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী সোমবার পর্যন্ত তাপ প্রবাহের সতর্কবার্তা জারি থাকবে। পুরুলিয়া বাঁকুড়া ছাড়া বাকি সব জেলাতেই তাপপ্রবাহ বইবে। আগামীকাল দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা এবং শনি, রবি ও সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। এমন অবস্থায় জেলায় জেলায় সাধারণ মানুষকে সতর্ক করতে প্রশাসনের তরফে করা হচ্ছে মাইকিং।
উত্তরবঙ্গের মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তাপ প্রবাহের মতো পরিস্থিতি। বাকি জেলাতে হট এবং ডিসকম্ফোর্ট ওয়েদার। একটানা গরমে নজিরবিহীন স্পেল। গত পাঁচ বছরে একটানা এত বেশি গরম পড়েনি এপ্রিলের শুরুতে। স্বাভাবিকের থেকে দুই বা তিন ডিগ্রি তাপমাত্রা বেশি সর্বোচ্চ তাপমাত্রা।
আজ বেলা আড়াইটা পর্যন্ত কলকাতায় তাপমাত্র ছিল ৩৯.২, আলিপুর ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। দমদম ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং আসানসোলে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।