বিনোদন ডেস্ক : গত তিন দশক ধরে বলিউডে রাজত্ব করছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। কোনও ফিল্মি সংযোগ ছাড়াই হয়ে উঠেছেন বলি পাড়ার ‘বাদশা’। দেশে তো বটেই, বিদেশেও বিপুল অনুরাগী রয়েছে ‘কিং খান’এর। তবে শাহরুখ ইন্ডাস্ট্রির ‘কিং’ হলেও, তাঁর ‘ভাই’ কিন্তু একেবারেই বড় পর্দায় নজর কাড়তে পারেননি। ‘দাদা’ একদিকে একের পর এক হিট ছবি দিয়ে গিয়েছেন, অপরদিকে ভাই জায়েদের (Zayed Khan) একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।
আজ ‘কিং খান’এর ভাইয়ের বয়স ৪২ বছর হয়ে গেল। ১৯৮০ সালের ৫ জুলাই আজকের দিনেই খান পরিবারের ঘর আলো করে জন্ম নিয়েছিলেন জায়েদ। কিন্তু দুর্ভাগ্যবশত রুপোলি পর্দার হিরো হিসেবে নজর কাড়তে চরম ব্যর্থ হয়েছেন তিনি। গত ৭ বছর ধরে তাঁর কোনও ‘খবর’ও নেই।
তবে এখানে একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন, জায়েদ কিন্তু শাহরুখের নিজের ভাই নন। বরং বড় পর্দায় ‘কিং খান’এর ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ব্লকবাস্টার ছবি ‘ম্যায় হু না’তে লক্ষ্মণের চরিত্রে দেখা গিয়েছিল ঋত্বিক রোশনের শ্যালক তথা সুজান খানের ভাইকে। জায়েদের অবশ্য আরও একটি পরিচয় রয়েছে। তিনি, সুপারস্টার সঞ্জয় খানের ছেলে।
জায়েদ নিজের ১২ বছরের ফিল্মি কেরিয়ারে মোট ১৫টি ছবিতে কাজ করেছেন। কিন্তু ‘ম্যায় হু না’ বাদে প্রত্যেকটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। ফারহা খান পরিচালিত ‘ম্যায় হু না’ ব্লকবাস্টার হলেও, সমস্ত ‘ক্রেডিট’ পেয়েছিলেন সুপারস্টার শাহরুখ। তাই ছবি সুপারহিট হলেও জায়েদের কোনও লাভ হয়নি। ২০১৫ সালে ‘শরাফত গয়ি তেল লেনে’ ছবিতে শেষবারের মতো অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।