‘সেরাটা দিতে পারলে কোনো দল আমাদের সামনে ব্যাপার না’

তানজিম হাসান সাকিব

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ১৫ স্বপ্ন সারথির একজন তানজিম হাসান সাকিব। এর আগে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ খেলে অভিজ্ঞতা অর্জন করা সাকিব আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ কিছুই করতে মুখিয়ে আছেন। যদিও সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো ক্রিকেট খেলছে না বাংলাদেশ।

তানজিম হাসান সাকিব

তবে সাকিব ভরসা রাখছেন নিজের আগ্রাসী মনোভাবের ওপর। সেই সঙ্গে জানিয়েছেন বিশ্বকাপে দলের সবাই নিজের সেরাটা দিয়ে কোনা প্রতিপক্ষকে হারানেই ব্যাপার হবে না। বিসিবির গ্রিন রেড স্টোরিতে দেওয়া সাক্ষাৎকারে নিজের বিশ্বকাপ পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের অংশ হতে পারা নিয়ে সাকিব বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের দেশের হয়ে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করার। বিশ্বকাপ স্কোয়াডে থাকাটা আমার কাছে স্বপ্নের মতো।’

ক্যারিয়ারের শুরু থেকেই সাকিবকে দেখা গেছে আগ্রাসী রূপে। এশিয়া কাপে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকেও উইকেট পেয়ে আগ্রাসী উদযাপন করেছেন তিনি। যা নিয়ে সাকিব বলেন, ‘এটা শুরু থেকেই ছিল। আমি যখন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলি, তখন থেকে আমার লক্ষ্য ছিল আন্তর্জাতিক ক্রিকেটে খেলব। কখনো আমার আত্মবিশ্বাস কম ছিল না, আন্তর্জাতিক ক্রিকেটে পারব না। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে সেভাবেই তৈরি করেছি। আমার লক্ষ্যই এই পর্যায়ে আধিপত্য দেখানো।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ বাংলাদেশের

বিশ্বকাপে বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে সাকিব বলেন, ‘আমাদের দল নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী। আমাদের দল মানসিকভাবে দৃঢ় আছে, বন্ডিংও খুবই শক্তিশালী। আমরা চাইলে যেকোনো দলকে হারাতে পারি। আমাদের ১১ জন যদি মাঠে সেরাটা দিতে পারে, তাহলে কোনো দল আমাদের সামনে ব্যাপার না ইন শা আল্লাহ। আমরা যেকোনো দলকে হারানোর দক্ষতা রাখি।’