বিনোদন ডেস্ক : ভূমধ্যসাগরের তীরে সাজ সাজ রব। সিনেমাকে উদযাপন করতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে সাগরপাড়ের শহর। মঙ্গলবার (১৭ মে) কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের পর্দা উঠবে। কানসৈকতে পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন ভার্জিনি এফিরা। এদিন কান উৎসবের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালাবেন তিনি! সামাজিক যোগাযোগমাধ্যমে দিনভর স্টোরিস দেবেন বেলজিয়ান এই অভিনেত্রী। এরমধ্যে থাকবে বিহাইন্ড দ্য সিন থেকে শুরু করে উদ্বোধনী মঞ্চে হাজির হওয়ার জন্য তার মহড়াসহ নানান কিছু।
উৎসবের রীতি অনুযায়ী টাক্সেডো গায়ে জড়িয়েছে পালে দে ফেস্টিভাল ভবন! টাক্সেডো মানে কান উৎসবের অফিসিয়াল পোস্টার সংবলিত বিশাল আকৃতির ব্যানার। এতে দেখা যাচ্ছে, আমেরিকান অভিনেতা জিম ক্যারি অভিনীত ‘দ্য ট্রুম্যান শো’ (১৯৯৮) সিনেমার একটি দৃশ্য। রবিবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ১টা) কান উৎসবের প্রাণকেন্দ্রটির বহির্ভাগে টানানো হয়েছে এটি।
পালে দে ফেস্টিভাল ভবনের ছাদ থেকে সাতজন ও নিচে দাঁড়ানো সাতজনসহ মোট ১৪ জন কর্মী মিলে অফিসিয়াল পোস্টারের ব্যানার টানিয়েছেন। এটি কান উৎসবের রীতি। প্রতিবছর এই আয়োজন শুরুর দুই দিন আগে অফিসিয়াল পোস্টার টানানো হয়।
ভবনটির বহির্ভাগে মোট তিনটি অফিসিয়াল পোস্টার দেখা যাচ্ছে এখন। গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের সামনের অংশ, সাল দ্যুবুসি প্রেক্ষাগৃহের সামনের অংশ এবং মূল ফটকের ওপরের দেয়ালে শোভা পাচ্ছে এগুলো। আগামী ২৯ মে পর্যন্ত থাকবে এটি।
বিশাল তিনটি ব্যানার তৈরি করেছে এইচটোয়েন্টি দ্যু কান নামের একটি প্রতিষ্ঠান। কানের বিখ্যাত লালগালিচায় এগুলো খোলা হয়েছে। এরপর দড়ি বেঁধে ওপরে তোলার পর ভবনের দেয়ালে যুক্ত করা হয়। তখন একঝাঁক ফটোগ্রাফার এবং ক্যামেরাম্যান হাজির ছিলেন নিচে।
পোস্টারে দেখা যাচ্ছে, জিম ক্যারি সিঁড়ি বেয়ে আকাশে মেঘের পানে উঠছেন। উঠতে উঠতে কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের ইংরেজি সংখ্যা ফাইভ ছুঁয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের পিটার উইয়ার পরিচালিত ১ ঘণ্টা ৪৩ মিনিট ব্যাপ্তির সিনেমা ‘দ্য ট্রুম্যান শো’ রয়েছে সিনেমা দ্যু লা প্লাজ শাখায়। ১৭ মে স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৩০ মিনিট) ম্যাসি সৈকতে খোলা আকাশের নিচে বড় পর্দায় এই ছবির উন্মুক্ত প্রদর্শনী হবে। এর গল্প শৃঙ্খলা মেনে চলা একজন বীমা এজেন্টকে ঘিরে। তার ক্যারিয়ারে কোনও দাগ নেই। হাসিখুশি স্ত্রীকে নিয়ে সাগরপাড়ের রিসোর্টে সাজানো সংসার মানুষটার। হঠাৎ সে আবিষ্কার করে, একটি টিভি অনুষ্ঠানের প্রয়োজনে মিথ্যে অস্তিত্ব যাপন করছে! স্বাভাবিকভাবেই এমন অবস্থা থেকে মুক্ত হতে চায় লোকটি।
করোনা মহামারির কারণে ২০২০ সালের কান উৎসব বাতিল হয়। গত বছর জুলাই মাসে উৎসবটি হলেও তাতে প্রাণ ছিলো না। দক্ষিণ ফ্রান্সের উপকূলীয় শহরে এবার সিনেমার অলিম্পিক খ্যাত এই আসর স্বাভাবিকভাবে মে মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১২ দিনের এই আয়োজন চলবে ২৮ মে পর্যন্ত। লালগালিচায় ঝলমলে পোশাকের জৌলুস এবং চলচ্চিত্র প্রদর্শনী শেষে কয়েক মিনিট ধরে দাঁড়িয়ে অভিবাদন জানানোর দৃশ্য দেখা যাবে আবারও।
চলচ্চিত্র নির্মাণকে বলা হয়ে থাকে সেভেন্থ আর্ট। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রকে উদযাপনের জন্য ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম কান উৎসব অনুষ্ঠিত হয়। সেই থেকে সময়ের সঙ্গে প্রাণবন্ত হয়েছে এই আয়োজন। এবারের স্পটলাইট কারা কেড়ে নেন দেখা যাক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।