বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : তথ্যপ্রযুক্তির যুগে আমরা মানুষকে সামনা সামনি যতটা না চিনি, তারচেয়ে স্যোশাল মিডিয়াতে বেশি খুঁজে পাই। ফেসবুকে অ্যাকাউন্ট নেই এমন মানুষ বর্তমানে খুব কম। একজন ব্যক্তি এমনিতে হয়ত খুবই সাদাসিধা থাকে, কিন্তু ফেসবুকে তার কার্যক্রম আলাদা, তার প্রোফাইল ছবি, বায়ো, ফ্রেন্ডস, পোস্ট এগুলো হতে পারে অনেক আকর্ষণীয়। এজন সব সময় নিজের Facebook প্রোফাইলের দিকে বেশি সচেতন থাকতে হয়।
ব্যক্তিগত সুরক্ষার জন্য নিজের Facebook প্রোফাইল লক করে রাখেন। এই ফিচার চালু করে রাখলে ফ্রেন্ড লিস্টের বাইরে কোন ব্যক্তি আপনার প্রোফাইলের কোন তথ্য দেখতে পাবে না। শুরুর দিকে মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে এই ফিচার সামনে এলেও পরে পুরুষদের মধ্যেও এই ফিচার বেশি জনপ্রিয়তা পায়।
কম্পিউটার অথবা মোবাইল থেকে Facebook প্রোফাইল লক করবেন কীভাবে? উপায় জানুন। প্রোফাইল লক করে রাখলে একদিকে যেমন প্রোফাইল ছবি, কভার ছবি, স্টোরি ও প্রোফাইলের অন্যান্য তথ্য সুরক্ষিত থাকে একই সঙ্গে প্রোফাইলের পাবলিক পোস্টগুলি আর পাবলিক থাকে না।
একবার এই ফিচার এনেবেল করলে আর কেউ ফেসবুক ব্যবহার করে আপনার উপরে নজরদারি করতে পারবেন না। মোবাইল অ্যাপ অথবা ব্রাউজার থেকে ফেসবুক প্রোফাইল লক করা সম্ভব হবে। কম্পিউটার থেকে প্রোফাইল লক করার সুবিধা না থাকলেও বিশেষ উপায়ে সেই কাজ করা সম্ভব। দেখে নিন কীভাবে।
মোবাইল অ্যাপের মাধ্যমে Facebook প্রোফাইল লক করবেন যেভাবে :
স্টেপ ১। ফেসবুক অ্যাপ ওপেন করুন
স্টেপ ২। এবার নিজের প্রোফাইলের উপরে ট্যাপ করুন
স্টেপ ৩। ‘অ্যাড টু স্টোরি’ অপশনের পাশে থ্রি ডট মেনু সিলেক্ট করুন
স্টেপ ৪। এখানে ‘লক প্রোফাইল’ অপশন দেখতে পাবেন। এই অপশনে ট্যাপ করুন
স্টেপ ৫। পরের পেজে প্রোফাইল লকের বিষকে একটি বিবরণ দেবে Facebook । নিচে ‘লক প্রোফাইল’ অপশন সিলেক্ট করুন
স্টেপ ৬। এবার পপ আপ মেসেজে ‘ইউ লকড ইওর প্রোফাইল’ অপশন সিলেক্ট করুন। এবার ‘ওকে’ সিলেক্ট করুন
কম্পিউটার থেকে ফেসবুক প্রোফাইল লক করবেন যেভাবে
স্টেপ ১। ব্রাউজারে ফেসবুক ওপেন করুন
স্টেপ ২। নিজের অ্যাকাউন্ট লগ ইন করুন
স্টেপ ৩। এবার প্রোফাইলে ক্লিক করুন
স্টেপ ৪। এবার স্টোরি অ্যাড করা ও প্রোফাইল এডিট করার থ্রি ডট মেনুতে ক্লিক করুন
স্টেপ ৫। এবার ‘লক প্রোফাইল’ অপশন দেখতে পাবেন। এই অপশন সিলেক্ট করুন
স্টেপ ৬। কীভাবে এই ফিচার কাজ করবে তা পরের পেজে জানতে পারবেন
স্টেপ ৭। নীচে ‘লক ইওর প্রোফাইল’ অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করুন
স্টেপ ৮। এবার ‘লক ইওর প্রোফাইল’ পপ আপ উইন্ডোতে ‘ওকে’ সিলেক্ট করুন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।