জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই শিক্ষার্থীর চুমুর ছবি ভাইরাল হওয়ায় বিদ্যালয় থেকে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) রাতে হিরণ পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের একটি ফেসবুক আইডি থেকে একটি বহিষ্কারাদেশ নোটিশ প্রকাশ করা হয়। এতে প্রধান শিক্ষক স্বপন কুমার মণ্ডলের স্বাক্ষর রয়েছে।
ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, ওই দুই শিক্ষার্থীর অনৈতিক কার্যকলাপের জড়িত হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ের পরিবেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এই অপরাধে বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক তাদের বিদ্যালয় হতে সাময়িক বহিষ্কার করা হলো। একই সঙ্গে বিদ্যালয়ে অধ্যয়নরত অন্য সকল শিক্ষার্থীকে সতর্ক করা হলো।
স্কুলের একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই দুই শিক্ষার্থীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা কয়েকদিন আগে ঘুরতে যায়। সেখানে একটি চুমুর ছবি তোলে। সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে যায়। এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগে তোলা চুমুর ছবিটি ছেড়ে দেয় যা ফেসবুকে ভাইরাল হয়।
এদিকে সাময়িক বহিষ্কার হওয়া প্রেমিক বলেন, ‘ওই ছাত্রীর সঙ্গে চুমুর ছবিটি আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাড়িনি। কে বা কারা ছেড়েছে তা জানি না।’
স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার মণ্ডল বলেন, ‘ওই দুই শিক্ষার্থীর চুমুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এক পর্যায়ে আমাদের কাছে ছবিটি আসে। স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়।’
তিনি বলেন, ‘ওই দুই শিক্ষার্থীকে ক্লাসে রেখে ক্লাস করাতে আপত্তি তোলেন স্কুলের শিক্ষকমণ্ডলী। পরবর্তীতে এ নিয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভা ডাকা হয়। সভায় ছাত্রী এটি তার ছবি বলে জানান।’
স্বপন কুমার মণ্ডল আরও বলেন, ‘ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক রেজুলেশন করে ওই দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের টিসি দেওয়া হয়নি। দুই শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে ম্যানেজিং কমিটির সদস্যরা আলাপ আলোচনা করছেন। তারা সম্মত হয়ে কোনো কিছু জানালে ম্যানেজিং কমিটি বসে তাদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।’
‘বিছানায় চোর পুলিশ খেলেছো’, করণ জোহরের প্রশ্নের কড়া জবাব দিলেন কিয়ারা
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক নূর আলম বলেন, ‘দুই শিক্ষার্থী বহিষ্কারের বিষয়টি জানা নেই। বিষয়টি জেনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।