আন্তর্জতিক ডেস্ক : ফেসবুকে যে কোনো পণ্যের ফেক রিভিউ একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। রিভিউ দেখে অনেক সময় ক্রেতা প্রভাবিত হয়ে পণ্য কিনেন কিংবা বিরত থাকেন। সম্প্রতি জেফ বেজোসের প্রতিষ্ঠান আমাজন তার বিরুদ্ধে দেয়া ফেক রিভিউ নিয়ে দারুণ খেপেছে। আমাজন সিদ্ধান্ত নিয়েছে যারা ফেসবুকে আমাজন নিয়ে ফেক রিভিউ দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ফেসবুকে অসংখ্য গ্রুপ রয়েছে যেখানে আমাজনের পণ্য নিয়ে ফেক রিভিউ দেয়া হয়। এতে করে বাজারে ভাবমূর্তি হারাচ্ছে আমাজন। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন ও জাপানের বাজারে আমাজনের পণ্য নিয়ে ফেক রিভিউ দেয়ায় ১ হাজারেরও বেশি ফেসবুক গ্রুপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে আমাজন।
এ ব্যাপারে আমাজন বলছে, ফেসবুকে কিছু গ্রুপ রয়েছে যারা ফেক রিভিউয়ের বদলে টাকা ও পণ্য দিয়ে থাকে। আমাজনের ব্যবসা নষ্ট করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে।
সম্প্রতি ফেসবুক তাদের অ্যাপ থেকে ‘আমাজন প্রোডাক্ট রিভিউ’ নামে একটি গ্রুপকে ব্যান করে দিয়েছে। ৪৩ হাজার সদস্যের গ্রুপের বিরুদ্ধে অভিযোগ ছিল, এটি পরিকল্পিতভাবে আমাজনের পণ্যের মিথ্যা রিভিউ দিয়ে আসছিল। এমনকি মিথ্যা রিভিউয়ের বিনিময়ে গ্রুপটির অ্যাডমিন সদস্যদের উপহার ও টাকা দিয়ে থাকত বলে অভিযোগ শোনা যায়।
আম্রপালিকে কাছে টেনে ঘনিষ্ঠ হলেন নিরাহুয়া, মুহূর্তে তুমুল ভাইরাল
মূলত ইতিবাচক ও নেতিবাচক রিভিউয়ের মাধ্যমে সার্চ ইঞ্চিনে ওয়েবসাইটগুলো নিজেদের অগ্রাধিকার পেয়ে থাকে। এক্ষেত্রে টাকা দিয়ে ভালো রিভিউ কিংবা খারাপ রিভিউ দেয়া হলে, সাধারণ মানুষ বিভ্রান্ত হয়, বঞ্চিত হয় ভালো কোম্পানিগুলো- আমাজনের ক্ষেত্রেও এমনটা ঘটছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।