বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অনেকেই জানেন না খুব সহজে ফেসবুকে ফলো বাটন প্রোফাইলে যুক্ত করা যায়। ফেসবুকের সেটিংস থেকেই এটা করতে পারবেন। কম্পিউটার ও স্মার্টফোন অ্যাপ থেকে ফেসবুক অ্যাকাউন্টে ফলো বাটন যুক্ত করা যায়।
কম্পিউটারে যেভাবে ফলো বাটন যুক্ত
> কম্পিউটারের যেকোন ব্রাউজার থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করত হবে।
> এরপর ডান পাশের ওপরের দিকে থাকা মেনুতে ক্লিক করুন ও ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ থেকে ‘সেটিংস; অপশনে ক্লিক করুন
> এখন বাম পাশের কলাম থেকে ‘প্রাইভেসি’ অপশন সিলেক্ট করুন
> এরপর ‘পাবলিক পোস্টস’ সিলেক্ট করতে হবে।
> ‘হু ক্যান ফলো মি’-এর পাশে থাকা তীর চিহ্নতে ক্লিক করে ‘পাবলিক’ অপশনটি নির্বাচন করুন।
এর ফলে বন্ধু তালিকায় না থাকলেও আপনার পোস্ট ফলোয়ারদের নিউজফিডে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে।
স্মার্টফোনে যেভাবে ফলো বাটন যুক্ত
> ফেসবুক অ্যাপে প্রবেশ করুন ও ডান পাশের মেনু বাটনে ক্লিক করুন।
> এখন মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে দিন।
> এরপর ‘সেটিংস’ বাটনে ক্লিক করুন।
> ‘প্রোফাইল সেটিংস’ এ ক্লিক করুন।
সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব : পরিবেশ উপদেষ্টা
> এরপর ‘পাবলিক পোস্টস’ এ ক্লিক করুন।
> ‘হু ক্যান ফলো মি’ এর শিরোনামের নিচে ‘পাবলিক’ অপশনে ক্লিক করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।