বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হাতে স্মার্ট ফোন আসার পরে গেমিং-এর দুনিয়ায় বিপ্লব এসেছে। ৮ থেকে ৮০ অনেকেই মজে মোবাইল, কম্পিউটার গেমে। কিন্তু গেম খেলে যদি রোজগার করা যায়? আর সেই রোজগারটা যদি মাসে প্রায় লাখ টাকা হয়?
শুনে কিচ্ছুক্ষণের জন্য চোখ কপালে উঠলেও হাওড়ার সালকিয়ার বাসিন্দা সৌম্যদীপ চৌধুরী তেমনই এক অবাক কাণ্ড ঘটিয়েছেন। শুধু মাত্র গেম খেলেই তিনি মাসে প্রায় লাখ টাকা রোজগার করছেন। তাজপুরে ছুটি কাটাতে গিয়ে নিজের এই ‘অন্যরকম’ পেশা নিয়ে কথা বললেন The Bengal Story’-এর সঙ্গে।
সৌমদীপ জানালেন, সিঙ্গাপুর থেকে হোটেল ম্যানেজম্যান্টের পড়াশোনা শেষ করে দেশে ফিরে তেমন পছন্দের চাকরি পাচ্ছিলেন না। একটি বহুজাতিক সংস্থায় কিছু সময় চাকরি করেন। পরে নিজেরই একটি ‘জব কনসালটেন্সি’ ফার্ম খোলেন।
মূলত বিভিন্ন দেশের হোটেলে কাজের জন্য লোক জোগাড় করে দেওয়ার ছিল সৌমদীপের কাজ। ফার্ম ভালোই চলছিল, কিন্তু বাধ সাধল করোনা। হঠাৎ লকডাউনে কার্যত বেকার হয়ে পড়লেন সৌমদীপ। তখনই ঠিক করলেন ছোটবেলার নেশা গেমিংকেই পেশা করবেন । তাঁর কথায়, “লকডাউনে সবাই ঘরে বসে গেল, আর আমি ওই সময়টাকে কাজ লাগালাম”।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।