বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আমাদের প্রয়োজনে কিংবা অবসর সময় কাটানোর জন্য ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকি। ফেসবুক-ইনস্টাগ্রাম জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার নাম। মেটার জনপ্রিয় এই দুই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামে রয়েছে অসংখ্য ব্যবহারকারী। পারিবারিক, ব্যবসায়িক কিংবা অফিস-আদালতের বিভিন্ন কাজও এখন এই সোশ্যালে করা হয়।
এই দুই মাধ্যম ব্যবহার করে আপনি কী দেখছেন, কোন কোন জিনিস লাইক করছেন, কী-কী বিষয়ে বেশি আগ্রহ প্রকাশ করছেন– এসবে নজরদারি করে কিছু প্রতিষ্ঠান। অজান্তেই আপনার অ্যাক্টিভিটির খবর চলে যায় এসব প্রতিষ্ঠানের কাছে। এরপর কার্যকলাপ অনুসারে দেখানো হয় বিজ্ঞাপন।
ফেসবুক ও ইনস্টাগ্রাম সেটিংসের মাধ্যমে সহজেই এ ধরনের ট্র্যাকিং থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। এজন্য ‘অ্যাক্টিভিটি অফ মেটা’ নামক একটি নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এবার তাহলে ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী এ ব্যাপারে জেনে নেয়া যাক।
নতুন এই ফিচার সাহায্য করবে যেভাবে: ফেসবুক-ইনস্টাগ্রাম প্লাটফর্ম দুটি আপনার কাছ থেকে যেভাবে তথ্য সংগ্রহ করছে, তার একটি নিয়ন্ত্রণ প্রক্রিয়া নিজেই নিতে পারেন আপনি। এ জন্য আপনার ব্যক্তিগত তথ্যের কতটুকু প্লাটফর্ম দুটিকে ট্র্যাক করতে দেবেন, সেটি নির্ধারণ করতে সহায়তা করবে নতুন এই ফিচার।
ইনস্টাগ্রামে আপনার কার্যকলাপ ট্র্যাক করা বন্ধ করবেন যেভাবে
* প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন। এরপর প্রোফাইল পিকে প্রেস করুন।
* ওপরের ডানদিকে কোণায় থ্রি ডট দেখতে পাবেন, সেখানে ট্যাপ করুন।
* এরপর প্রাইভেসি অ্যান্ড সেটিংস অপশনে চলে যান।
*এবার অ্যাক্টিভিটি অপশনে ক্লিক করুন। সেখান থেকে অ্যাক্টিভিটি অফ মেটা টেকনোলজিস অপশনে চলে যান।
* এরপর ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি অন করুন। এবার ইনস্টাগ্রাম আর আপনাকে ট্র্যাক করতে সক্ষম হবে না।
ফেসবুকে আপনার কার্যকলাপ ট্র্যাক করা বন্ধ করবেন যেভাবে
* প্রথমে ফেসবুক প্রোফাইলে যান। এরপর ওপরের ডানদিকে কোণে দেওয়া থ্রি ডিটসে ক্লিক করুন।
* প্রাইভেসি অ্যান্ড সেটিংস অপশনের সেটিংসে ট্যাপ করুন।
* এরপর নিচের দিকে ইয়োর ইনফরমেশনে যান। সেখান থেকে অফ-ফেসবুক অ্যাক্টিভিটিতে চলে যান।
* ম্যানেজ ইয়োর অফ-ফেসবুক অ্যাক্টিভিটিতে ক্লিক করুন। এরপর ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটিতে প্রবেশ করুন।
রোমান্সের দৃশ্যে ভরপুর নতুন এই ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না
* সবশেষে ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি সিলেক্ট করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।