মেটা আবারও ফেইসবুকে ফিরিয়ে এনেছে জনপ্রিয় ফিচার ‘পোক’, তবে এবার আরও বড় আকারে। শুধু পোক করায় সীমাবদ্ধ না থেকে, ব্যবহারকারীদের মধ্যে বাড়তি এনগেজমেন্ট তৈরির জন্য যুক্ত করা হয়েছে পোক কাউন্ট।
ফেইসবুকের শুরুর দিকে অন্যতম জনপ্রিয় ফিচার ছিল এই ‘পোক’। একে ভার্চুয়াল খোঁচাও বলা হতো। এটি ছিল বন্ধুদের দৃষ্টি আকর্ষণের সবচেয়ে সহজ উপায়। তরুণদের মধ্যে আবারও এর ব্যবহার বেড়ে যাওয়ায় ফিচারটি নতুনভাবে সামনে এনেছে ফেইসবুক।
এখন ব্যবহারকারীরা সরাসরি কারও প্রোফাইল থেকে ‘পোক’ বাটন চাপতে পারবেন। প্রাপক তাৎক্ষণিকভাবে নোটিফিকেশন পাবেন। নির্দিষ্ট পাতায় গিয়ে দেখা যাবে কে কাকে পোক করছে, কতবার করছে, এবং এর সাথে প্রতিবার একটি কাউন্ট যুক্ত হবে। এছাড়া, যাদের কাছে পোক ভালো না লাগে, তারা চাইলে এটি উপেক্ষা করতে পারবেন।
নতুন এই পোক-ট্র্যাকিং সিস্টেম মূলত তরুণ প্রজন্মকে লক্ষ্য করেই তৈরি। কারণ, আজকের সোশাল মিডিয়া ব্যবহারকারীরা অভ্যস্ত গেমিফিকেশন ফিচার যেমন স্ন্যাপচ্যাট ও টিকটকের স্ট্রিকসে। তবে সমালোচকরা বলছেন, এ ধরনের ফিচার ব্যবহারকারীদের আসক্ত করে তুলতে পারে।
মেটার দাবি, পোক পেইজ ২০২৪ সালের মার্চে সার্চের মাধ্যমে সহজে খুঁজে পাওয়ার সুবিধা চালু করার পর মাত্র এক মাসে পোক ব্যবহার ১৩ গুণ বেড়েছে। এখন বন্ধু তালিকায় পোক করার সঙ্গে সঙ্গে ভিন্ন ভিন্ন আইকন দেখা যাবে, যেমন আগুনের ইমোজি বা ১০০ চিহ্ন।
যদিও ফেইসবুক এখনো স্পষ্টভাবে ব্যাখ্যা দেয়নি কেন পোক ব্যবহার করা হয়। কারও কাছে এটি মনোযোগ আকর্ষণের মাধ্যম, কারও কাছে খুনসুটির উপায়, আবার কারও কাছে নিছক মজা—সবটাই ব্যবহারকারীর ওপর নির্ভর করছে।
প্রযুক্তি সাইট ভার্জের মতে, ‘পোক’ হয়তো স্ন্যাপচ্যাটের স্ট্রিকসের মতো জনপ্রিয় না হলেও, মেটা স্পষ্ট করেছে যে তারা ফেইসবুকের এনগেজমেন্ট বাড়াতে নতুন কৌশল খুঁজছে।
ভারত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে : দাবি মার্কিন বাণিজ্যমন্ত্রীর
অনেক দিন ধরেই অভিযোগ ছিল যে তরুণরা ফেইসবুকে আগ্রহ হারাচ্ছে, বিশেষত যুক্তরাষ্ট্রে। হারানো তরুণ প্রজন্মকে ফেরাতে মেটা নানা উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ছিল কলেজ শিক্ষার্থীদের জন্য চালু হওয়া ‘ফেইসবুক ক্যাম্পাস’, যা ২০২২ সালে বন্ধ হয়ে যায়। সাম্প্রতিক সময়ে তারা আবার জেন জি-কেন্দ্রিক রিডিজাইন এনেছে, যাতে তরুণদের আকৃষ্ট করা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।