বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : WhatsApp- এ দেওয়া স্ট্যাটাস চাইলে নিজেদের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে সরাসরি পোস্ট করা যাবে। এর ফলে আলাদা করে Facebook ও Instagram অ্যাকাউন্টে নতুন স্ট্যাটাস পোস্ট করতে হবে না।
WhatsApp এর সঙ্গে Facebook ও Instagram অ্যাকাউন্ট যুক্তের নতুন এ সুবিধা চালু হলে মিলবে এই সুযোগ।
নতুন এ সুবিধা চালু হলে WhatsApp অ্যাকাউন্ট না থাকলেও অনুসরণ করা ব্যক্তিদের WhatsApp স্ট্যাটাসগুলো ইনস্টাগ্রাম ও ফেসবুকে দেখা যাবে। এর ফলে WhatsApp ব্যবহারকারীরাও নিজেদের বিভিন্ন স্ট্যাটাস বর্তমানের তুলনায় বেশিসংখ্যক ব্যক্তিকে দেখানোর সুযোগ পাবেন।
মেটা জানাচ্ছে, নতুন এ সুবিধা চালুর জন্য মেটার অ্যাকাউন্ট সেন্টারের সঙ্গে WhatsApp এর লিংক সংযুক্ত করার কাজ চলছে।
এ কার্যক্রম শেষ হলে WhatsApp এর স্ট্যাটাস সরাসরি ইনস্টাগ্রাম ও ফেসবুকে পোস্ট করা যাবে। তবে এ সুবিধা চালু বা বন্ধের সুযোগও মিলবে। আগামী কয়েক মাসের মধ্যে এ সুবিধা চালু হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।