বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে মেটার আওতাধীন ফেসবুকের সার্ভার ডাউন হয়ে পড়েছে। নতুন পোস্ট করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা।
বুধবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।
এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বুধবার ফেসবুকের সার্ভার সমস্যার সম্মুখীন হয়েছে। যার কারণে নতুন কোনো কিছু পোস্ট করতে সমস্যায় পড়তে হচ্ছে ব্যবহারকারীদের।
ট্র্যাকিং ওয়েবসাইট, ডাউনডিটেক্টর, অ্যাপ এবং বিভিন্ন ওয়েবসাইটে ফেসবুক বিভ্রাটের বিষয়টি রিপোর্ট করছেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে এ অভিযোগের সংখ্যা আজ রাত ১০টার পর থেকে আকস্মিকভাবে বৃদ্ধি পায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।