বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নানা সুবিধার আকর্ষনীয় নতুন স্মার্ট চশমা নিয়ে হাজির হয়েছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা। বিখ্যাত চশমা ব্র্যান্ড রে-ব্যানের সঙ্গে জুটি বেঁধে এই স্মার্ট চশমা লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি। কেতাদুরস্ত এই চশমার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এটি ব্যবহার করে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও লাইভস্ট্রিম করতে পারবেন। তা-ও একেবারে রিয়েল টাইম ভিত্তিতে।
মেটা জানায়, নতুন স্মার্ট চশমার ফ্রেমে দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর এবং এলইডি ইউনিট। এই ক্যামেরা ব্যবহার করে ৩০২৪ x ৪০৩২ পিক্সেলের দুর্দান্ত ছবি এবং ১০৮০ পিক্সেল ভিডিও করতে পারবেন। মেটা ভিউ অ্যাপের সাহায্যে দ্রুততার সঙ্গে মিডিয়া ফাইলগুলো শেয়ারও করা যাবে।
আগের রে-ব্যান স্টোরিজের তুলনায় এই নতুন চশমার ডুয়াল ওপেন-ইয়ার স্পিকার্স অডিও লিকেজ আরও কম করতে পারে বলে দাবি মেটার। এ কারণেই নতুন চশমাটি আগের থেকে আরও ৫০ শতাংশ বেশি সাউন্ড দিতে পারে অতিরিক্ত ক্ল্যারিটি সহযোগে।
এক চার্জে ৪ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ দিতে পারে চশমাটি। তবে চার্জিং কেসে থাকা অবস্থায় ৩২ ঘণ্টা অতিরিক্ত ব্যাকআপ দিতে পারে। আর একবার সম্পূর্ণ চার্জ হতে এই সময় নেয় মাত্র ৭৫ মিনিট।
এই স্মার্ট গ্লাসে এআই ফিচারও যোগ করা হয়েছে। তবে তা এখনও বেটা পর্যায়ে। এই সুবিধা শুধু আমেরিকার ব্যবহারকারীরাই পাবেন। এ ছাড়া কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের বেশ কিছু দেশে চলতি অক্টোবর থেকে স্মার্ট গ্লাসের বিক্রি শুরু করতে চলেছে মেটা।
স্ট্যান্ডার্ড লেন্স দিয়ে এই স্মার্ট চশমার দাম পড়বে ২৯৯ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩৩ হাজার টাকা। অন্যদিকে পোলারাইজড ও ট্রানজিশন লেন্স দিয়ে এর দাম যথাক্রমে ৩২৯ ডলার এবং ৩৭৯ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩৬ হাজার ও ৪২ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।