বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হারিয়ে যেতে পারে বা কেউ ভুলে যেতে পারে এমন লিংক সংরক্ষণের উপায় হিসেবে ফেইসবুক এই নতুন টুলের প্রচার করছে। ফেইসবুক একটি নতুন টুল চালু করেছে যার মাধ্যমে নিজেদের ক্লিক করা বিভিন্ন লিংকের সন্ধান পাবেন ব্যবহারকারীরা।
নতুন এই ‘লিংক হিস্ট্রি’ টুল হলো বিভিন্ন ওয়েবসাইটের তালিকা যেখানে ব্যবহারকারীরা ফেইসবুকের মাধ্যমে গিয়েছেন। এই তালিকা একটি জায়গায় সংরক্ষণ করা হবে এবং ব্যবহারকারীরা আগে কোথায় ক্লিক করেছেন সেটা খুঁজে পাবেন সেখানে।
হারিয়ে যেতে পারে বা কেউ ভুলে যেতে পারে এমন লিংক সংরক্ষণের উপায় হিসেবে ফেইসবুক এই নতুন টুলের প্রচার করছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।
“আপনার ফেইসবুক ব্রাউজিংয়ের মাধ্যমে প্রবেশ করা সম্প্রতিক লিংকে সহজেই ফিরে যান, যা এখন এক জায়গায় সংরক্ষিত।” – নিজেদের সাইটের পপ-আপ বিজ্ঞাপনে লিখেছে ফেইসবুক।
তবে, টুলটির সাহায্যে এসব তথ্য ফেইসবুকও পায়।
ফেইসবুক বলেছে, “আপনি লিংক হিস্ট্রি চালু করলে, আমরা মেটার প্রযুক্তি জুড়ে আপনার বিজ্ঞাপন উন্নত করার লক্ষ্যে আপনার তথ্য ব্যবহার করতে পারি।” – আরও লিখেছে মেটা। অর্থাৎ, লিংক হিস্ট্রি থেকে তথ্য ইন্সটাগ্রামেও যেতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেন্ডেন্ট।
ফলে এগুলো যে বিজ্ঞাপনের জন্য ব্যবহৃত হবে সেটি সম্ভবত আলাদা করে বলার দরকার নেই।
ফিচারটি ডিফল্ট হিসাবে চালু করা থাকলেও এটি বন্ধ করা যাবে। তবে, এটি এখনো সবার জন্য চালু হয়নি। ফেইসবুক বলছে, “এটি ধীরে ধীরে বিশ্বব্যাপী চালু করা হবে, আপনার লোকেশনে এটি না ও থাকতে পারে।”
যখন কোনো ব্যবহারকারী ফেইসবুক থেকে কোনো লিংকে প্রবেশ করেন, তখন ব্রাউজার অ্যাপে নয়, লিংকটি চালু হয় ফেইসবুকের নিজস্ব ‘মোবাইল ব্রাউজারে’। এর মাধ্যমে ব্যবহারকারীরা ফেইসবুক অ্যাপটি থেকে বেরিয়ে যান ঠিকই কিন্তু ইন্টারনেটে ব্রাউজ করে নিজেদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহের সুযোগ করে দেন কোম্পানিকে।
লিংক হিস্ট্রি টুলটি ৩০ দিনের মধ্যে প্রবেশ করা বিভিন্ন লিংক সংগ্রহ করে রাখবে বলে ফিচারটির এক ‘হেল্প পেইজে’ বলেছে কোম্পানি।
আইওএস ও অ্যান্ড্রয়েডে ফেইসবুক অ্যাডের মাধ্যমে ফিচারটি বন্ধ করে দেয়া যাবে। এ দুটো জায়গাতেই আপাতত ফিচারটি চালু রয়েছে।
প্রথমে ব্যবহারকারীদের একটি লিংকে প্রবেশ করে মোবাইল ব্রাউজার চালু করতে হবে, তারপরে নীচে ডানদিকে তিনটি ডট নির্বাচন করতে হবে। এরপর ‘ব্রাউজার সেটিংস’-এ প্রবেশ করতে হবে। এর পরের পেইজেই লিংক হিস্ট্রি চালু বা বন্ধ করার অপশন আপনার দেখতে পাওয়া উচিত বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেন্ডেন্ট।
“যখনি আপনি লিংক হিস্ট্রি বন্ধ করবেন, আমরা অবিলম্বে লিংক হিস্ট্রি মুছে ফেলব এবং আপনি সংরক্ষিত কোনো লিংক আর দেখতে পারবেন না। পাশাপাশি, আমরা আপনার লিংকের ইতিহাস সংরক্ষণও করব না বা মেটা প্রযুক্তি জুড়ে আপনার জন্য বিজ্ঞাপন প্রচারে ব্যবহারও করবো না।” – বলেছে ফেইসবুক।
ফেইসবুক আরও উল্লেখ করে যে লিংক হিস্ট্রির সংগৃহীত তথ্য প্রকৃতপক্ষে মেটার সার্ভার থেকে মুছে ফেলার জন্য ৯০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।