বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চলতি বছরের প্রথম প্রান্তিকের আয়-ব্যয়ের উপাত্ত প্রকাশ করেছে স্ন্যাপ। এতে দেখা গেছে, অন্য মার্কিন প্রতিদ্বন্দ্বী ফেসবুক ও টুইটারের চেয়ে দ্রুত সম্প্রসারিত হচ্ছে মেসেজিং ও সোশ্যাল অ্যাপটি।
ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা গত প্রান্তিকে প্রথমবারের মতো দৈনিক সক্রিয় ব্যবহারকারী (ডিএইউ) হ্রাসের কথা জানিয়েছিল। এদিকে টুইটারের মনিটাইজড ডিএইউ যুক্তরাষ্ট্রে ২ শতাংশ ও আন্তর্জাতিকভাবে ১৫ শতাংশ বেড়েছে। খবর টেকক্রাঞ্চ।
স্ন্যাপচ্যাটের প্যারেন্ট কোম্পানি স্ন্যাপের ডিএইউ বছরওয়ারি ১৮ শতাংশ বেড়ে ৩৩ কোটি ২০ লাখে দাঁড়িয়েছে। এর আগের পাঁচ প্রান্তিকেও ২০ শতাংশের বেশি করে ব্যবহারকারী বেড়েছে মার্কিন কোম্পানিটির। তবে স্ন্যাপের শঙ্কার জায়গা ছিল তার আয়। চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের আয় ৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৬ কোটি ডলার।
কোম্পানিটি ৪৪ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার প্রায় কাছাকাছিই ছিল। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর কোম্পানিটির বিজ্ঞাপন আয়ে প্রভাব পড়েছে। তবে স্ন্যাপ সিএফও ডেরেক অ্যান্ডারসন বলেন, ১০ দিনের মধ্যেই বিজ্ঞাপনদাতারা ফিরে এসেছে। যদিও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ কোম্পানির প্রান্তিক আয়ে কিছুটা নেতিবাচক প্রভাব রাখতে সক্ষম হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।