বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চিন্তা বাড়ল মার্ক জুকেরবার্গের। ফেসবুক নিয়ে নতুন সমীক্ষা বলছে, কিশোর-তরুণরা আগ্রহ দেখাচ্ছে না মেটার এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। সেই জায়গায় ঢুকে পড়েছে অন্যকিছু নাম।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মকে (বয়স ১৩ থেকে ১৭) নিয়ে এমনই একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে পিউ রিসার্চ সেন্টার। নতুন সমীক্ষা উদ্বেগ বাড়িয়েছে ফেসবুকের। পরিসংখ্যান বলছে, ২০১৪-১৫ সালে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারী কিশোর-কিশোরীদের সংখ্যা ছিল ৭১ শতাংশ। যা কমতে কমতে এখম মাত্র ৩২ শতাংশে ঠেকেছে।
সমীক্ষায় দেখা গেছে, আমেরিকার তরুণদের মধ্যে চাইনিজ শর্ট-ফর্ম ভিডিও প্ল্যাটফর্ম TikTok-এর জনপ্রিয়তা বেড়েছে। তারা ইনস্টাগ্রাম, ফেসবুক ও স্ন্যাপচ্যাটের পরিবর্তে টিকটককেই প্রাধান্য দিচ্ছে। প্রায় ৬৭ শতাংশ কিশোর বলছে, তারা TikTok ব্যবহার করে, ১৬ শতাংশ কিশোরের দাবি, তারা এই অ্যাপ নিয়মিত ব্যবহার করে।
২০২২ সালের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের প্রতিযোগিতায় আমেরিকার কিশোর প্রজন্মের মধ্যে সবার আগে রয়েছে ইউটিউবের নাম। দেশের ৯৫ শতাংশ কিশোর-কিশোরীরা গুগলের মালিকানাধীন এই প্লাটফর্ম ব্যবহার করে। এই সমীক্ষায় দেখা গিয়েছে, ৬৭ শতাংশের মন মজেছে TikTok -এ। এরপরেই রয়েছে ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের নাম। মার্কিন কিশোরদের ১০ জনের মধ্যে প্রায় ৬ জন ব্যবহার করে এই প্লাটফর্ম।
এই প্ল্যাটফর্মগুলির পরে রয়েছে ফেসবুকের নাম। ৩২ শতাংশ মার্কিন কিশোর ফেসবুক ব্যবহার করে। পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষা বলছে, স্বল্প শতাংশের শেয়ার রয়েছে ট্যুইটার, টুইচ, হোয়াটসঅ্যাপ, রেডডিট ও টাম্বলারের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের। তবে ফেসবুকের এই অবস্থা দেখে বসে নেই জুকেরবার্গ। এই প্ল্যাটফর্মগুলিকে টিকটকের মতো করে তোলার জন্য তাঁর সর্বশক্তি প্রয়োগ করছেন তিনি। সেই কারণে এখন ইনস্টাগ্রাম রিল-এ ফেসবুক, ইন্সটাগ্রাম স্টোরিজের তুলনায় বিজ্ঞাপনের জন্য বেশি বার্ষিক আয়ের ব্যবস্থা শুরু করেছে কোম্পানি। তবে আমেরিকায় এই হাল হলেও ভারতে কমেনি ফেসবুক , হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় অ্যাপের ব্যবহার। উল্টে প্রতিদিন বেড়েই চলেছে যুব সমাজে এই অ্যাপগুলির আধিপত্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।