বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ ১৪ বছর কাজ করার পর ফেসবুকের (মেটা) প্রধান পরিচালক কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ নিজের পদ থেকে পদত্যাগ করছেন। আজ নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে পদত্যাগের ঘোষণা দেন তিনি। নিজের গড়ে তোলা ফাউন্ডেশন ও জনহিতকর কাজে সময় দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ফেসবুকে লিখেছেন স্যান্ডবার্গ ।
৫২ বছর বয়সি স্যান্ডবার্গ সিলিকন ভ্যালির সবচেয়ে প্রভাবশালী নারীদের মধ্যে একজন। এছাড়া প্রযুক্তি দুনিয়ার অন্যতম শীর্ষ নারী নেতৃত্বের মাঝে রয়েছেন তিনি। তাঁর আকস্মিক পদত্যাগের ঘোষণায় মেটার শেয়ার প্রায় ৪ শতাংশ কমে যায়। ফেসবুক পোস্টে স্যান্ডবার্গ বলেছেন, ২০০৮ সালে যখন আমি এই কাজটি নিয়েছিলাম, ভেবেছিলাম পাঁচ বছর এখানে থাকব। কিন্তু ১৪ বছর পর জীবনের পরবর্তী অধ্যায় লেখার সময় এসেছে। মেটার প্রধান বৃদ্ধি কর্মকর্তা জাভিয়ের অলিভান স্যান্ডবার্গের স্থলাভিষিক্ত হবেন বলে জানা গেছে। ফেসবুকের বিজ্ঞাপন ব্যবসার স্থপতি বলা হয় স্যান্ডবার্গকে।
এদিকে পদত্যাগের এই ঘোষণার পরপরই মেটা ও ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ তার ভেরিফাই ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, ‘ আমার ভালো বন্ধু এবং অংশীদার শেরিল স্যান্ডবার্গ মেটার সিওও পদ থেকে পদত্যাগ করছেন।শেরিল যখন ২০০৮ সালে আমার সাথে যোগ দিয়েছিলেন, তখন আমার বয়স ছিল মাত্র ২৩ বছর এবং আমি একটি কোম্পানি চালানোর বিষয়ে কিছুই জানতাম না।
তিনি আরো জানান, আমরা একটি দুর্দান্ত পণ্য তৈরি করেছি ফেসবুক ওয়েবসাইট কিন্তু আমাদের এখনও একটি লাভজনক ব্যবসা ছিল না এবং আমরা একটি ছোট স্টার্টআপ থেকে একটি বাস্তব প্রতিষ্ঠানে রূপান্তর করতে সংগ্রাম করছিলাম৷ শেরিল আমাদের বিজ্ঞাপন ব্যবসার স্থপতি করেছেন, মহান ব্যক্তিদের নিয়োগ করেছেন, আমাদের পরিচালনার সংস্কৃতি তৈরি করেছেন এবং আমাকে কীভাবে একটি কোম্পানি চালাতে হয় তা শিখিয়েছেন। তিনি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জন্য সুযোগ তৈরি করেছেন এবং মেটা আজ যা আছে তার জন্য তিনি কৃতিত্বের যোগ্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।