জুমবাংলা ডেস্ক : দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক ব্যবহার করে গুজব রটানো, প্রতিহিংসা ছড়ানোর মতো কাজ হয়ে থাকে। যা দিয়ে সমাজে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়। ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
এসব উপলব্ধি করে চাঁদপুরের কয়েকজন যুবক ইতিবাচক কিছু করার উদ্যোগ নেয়। তারা সিদ্ধান্ত নেন, চলতি রমজানে অসহায় গরীব দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের। সিদ্ধান্ত অনুযায়ী যে যার সামর্থ্য মতো টাকা পাঠান প্রধান উদ্যোক্তা মোজাম্মেল হক জিকুর কাছে। কয়েকদিনেই জমলো ৭১ হাজার ৪২৫ টাকা।
আর এ অর্থ দিয়ে গত ২২ এপ্রিল চাঁদপুরের সদরের তিনটি পয়েন্টে ইফতার বিলি করেন তারা। কালবৈশাখী ঝড় ও বৃষ্টি উপেক্ষা করেই ৫০০ জন অসহায়ের মাঝে বিরিয়ানি, পানি ও খেজুর বন্টন করেন চাঁদপুরের এসব তরুণরা। তাদের এমন অভিনব উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
তবে কারো প্রশংসা পেতে নয়; সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একটি ভালো কাজ করার প্রত্যয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জিকু।
তিনি বলেন, ‘ফেসবুক অনেক শক্তিশালী মাধ্যম। আমরা মনে করি, ফেসবুকে অযথা সময় ব্যয় না করে মানব কল্যাণে এর ব্যবহার করা উচিত। সেটাই করেছি আমরা চাঁদপুরের কয়েকজন যুবক। ‘ফেসবুক মানুষের কল্যাণে ব্যয়’ নামে একটি মেসেঞ্জার গ্রুপ খুলি। সেখানেই তথ্য আদান-প্রদান করে এ আয়োজন সফল করি। আমাদের এ কাজে কয়েকজন গণমাধ্যমকর্মীও পরামর্শ দিয়ে সহায়তা করেছেন। ভবিষ্যতে এমন উদ্যোগ আমরা আরো নেব বলে প্রত্যাশা রাখি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।