বিজ্ঞান ও ডেস্ক : সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অ্যাপটি চালু থাকলে যে কাউকে এক্টিভ বা সক্রিয় দেখায়। এজন্য ফেসবুক বন্ধুরা নামের পাশে তার সবুজ চিহ্ন (এক্টিভ চিহ্ন) দেখতে পান। তবে নানান ব্যস্ততায় এই বন্ধুদের মেসেজের উত্তর দিতে না পারলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। পাশাপাশি বিনা কারণে এই অ্যাপে নিজেকে এক্টিভ দেখতেও অনেকের বিরক্তির কারণ হয়।
তাই ফেসবুকে এক্টিভ থাকলেও অন্য কেউ যাতে না জানতে পারে সেজন্য এক বিশেষ অপশন রয়েছে অ্যাপটিতে। এজন্য প্রথমে মোবাইলের মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করতে হবে। বাম পাশের উপরে চ্যাটস লেখার পাশে তিন রেখা চিহ্নিত মেনু অপশনে ক্লিক করতে হবে।
সেখানে আইডির ছবির পাশের সেটিংস চিহ্নিত অপশনে যেতে হবে। এই সেটিংসের ভেতরেই এক্টিভ স্ট্যাটাস নামের অপশনটি বন্ধ করে দিলেই কারো ফেসবুক বন্ধুরা আর জানতে পারবে না সে ফেসবুকে এক্টিভ আছেন কিনা।
পাশাপাশি এই অপশনটি ল্যাপটপ বা কম্পিউটারেও বন্ধ করা যায়। এজন্য ফেসবুকে প্রবেশ করে মেসেঞ্জারে যেতে হবে। একইভাবে মেসেঞ্জারের তিন ডট মেনু ক্লিক করে সেটিংস অপশন থেকে এক্টিভ স্ট্যাটাস অপশনটি বন্ধ করে দিতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।