বিনোদন ডেস্ক : স্মার্টফোন কিংবা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম থেকে টেলিভিশনে, সব মাধ্যমেই এখন একটি গান শোনা যাচ্ছে। হোক তা বিয়ে বাড়ি বা কোনো বনভোজন। শুধু ভেসে আসছে, ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’ শিরোনামের গানটির বাক্য। বিভিন্ন মাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছে গানটি। একইসঙ্গে রিল-ভিডিও-মিম তৈরি করেও পোস্ট করা হচ্ছে। কিন্তু এই গানটি কোনো আনন্দের, নাকি মন খারাপের তা জানা আছে কি সবার?
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইন্টারনেটে ননী সম্পর্কে খোঁজ নিয়ে দেখা গেছে―ননী একটি তরুণীর নাম। যার সঙ্গে এক গরিব যুবকের প্রেমের সম্পর্ক ছিল। ননী প্রেমিকাকে না পাওয়ার যন্ত্রণায় বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছেন যুবক প্রেমিক। প্রেমিকাকে নিয়ে বিভিন্ন ঘটনা মনে পড়তেই তাকে নিয়ে কটাক্ষ করেন প্রেমিক।
ভারতের উড়িষ্যা রাজ্য পেড়িয়ে দেশটির বিভিন্ন অঞ্চল, এমনকি পার্শ্ববর্তী দেশেও রীতিমত ছড়িয়ে পড়েছে ননী গানটি। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ছাড়াও এর গায়ক সত্য অধিকারী সম্পর্কেও গুগলে খোঁজ নিয়েছেন অনেকে। এরইমধ্যে সেই সার্চ কয়েক কোটি ছাড়িয়ে গেছে। সম্বলপুরের গোবিন্দতলার বাসিন্দা বিভূতি বিশ্বল একজন থিয়েটার অভিনেতা। কয়েকটি সিনেমায়ও অভিনয় করেছেন। আবার অল ইন্ডিয়া রেডিও’র (আকাশবাণী সম্বলপুর) একজন প্রতিষ্ঠিত শিল্পী ও শিক্ষক তিনি। গানটিতে তার সঙ্গে আরও মডেল হয়েছেন শৈলাজা প্যাটেল।
‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’ গানটির মিউজিক ভিডিও সম্পর্কে এর পরিচালক মানবভঞ্জন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ১৯৯৫ সালে প্রথম রেকর্ড করা হয়েছিল গানটি। এরপর ২০০৫ সালে প্রযোজক সীতারাম আগরওয়াল গানটির মিউজিক ভিডিও তৈরির জন্য তার কাছে যান। মিউজিক ভিডিওর নায়ক একজন দরিদ্র চাষি। এ জন্য নায়িকার পরিবার আর্থিক অবস্থার কারণে ফিরিয়ে দেন প্রেমিক চাষিকে।
এরপর কাজের খোঁজে বাইরে চলে যান প্রেমিক চাষি। এই সময় নায়িকাকে বাড়ি থেকে অন্যত্র বিয়ে দেয়া হয়। আর প্রেমিক চাষি যখন ফিরে আসেন, তখন বিয়ের কথা জানতে পেরে প্রেমিকার উদ্দেশে যন্ত্রণাদায়ক কথায় গানটি গান। সেটিই হৃদয় ছুঁয়ে গেছে শ্রোতাদের।
ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ গানের বাংলা অর্থ:প্রতিদিন ছোট ছোট আনন্দ দেওয়ার চেষ্টা করতাম / প্রতিদিন বিনোদন ও আনন্দের ব্যবস্থা করতাম / আমি তোমার মাকে প্রতিশ্রুতিও দিয়েছিলাম / অনেক বার বলেছি, আমার কাছে কেমন ছিলে তুমি / আমি যখন আমার গ্রাম থেকে ফিরলাম, তুমি কী করে সব ভুলে গেলে? / এটা সত্যিই লজ্জার, ননী / তুমি শুধুই সম্পত্তি দেখলে, কিন্তু আমার ভালোবাসার প্রকৃত মূল্য দিতে পারলে না / তুমি সোনা ও দামি গয়না চিনতে পেরেছ। কিন্তু, প্রকৃত মানুষ চিনতে পারোনি / আমার সম্পত্তির অভাব ছিল বলে তুমি আমাকে এভাবে ছেড়ে দিয়েছো / তুমি বুঝতে পারোনি যে, যার কাছে সম্পদ আছে, তার হৃদয় নেই / তুমি আমাদের অতীতের সব কথাও ভুলে গিয়েছো।
বিএনপি নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ চাইছে : উপদেষ্টা নাহিদ
আমি তোমার কথা রেখেছি, তোমায় দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছি। তুমি যা চেয়েছো সবই করেছি / আমি তোমাকে সব রকম উপহার কিনে দিয়েছি / আমি রঙিন সুতো রেখেছিলাম আমার ভালোবাসার চিহ্ন হিসেবে / এমনকী আমি আমাদের বাড়িতে অনুষ্ঠানের জন্য একটি ছাগলও কিনেছিলাম / তুমি আমার সব আশা নষ্ট করে দিলে। ননী, কেন তুমি আমাকে এই ব্যথা দিলে? / আমি গ্রাম থেকে ফিরে দেখলাম, তুমি কী করে সব ভুলে গেলে? / লজ্জার ননী / এটা অত্যন্ত লজ্জার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।