মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে ধারাবাহিকভাবে নতুন ফিচার যুক্ত করে যাচ্ছে। ব্যবহারকে আরও আধুনিক, ব্যক্তিগত ও আকর্ষণীয় করে তুলতেই নিয়মিত আপডেট আনছে অ্যাপটি। সেই ধারাবাহিকতায় এবার হোয়াটসঅ্যাপে যোগ হতে যাচ্ছে একেবারে নতুন একটি সুবিধা—প্রোফাইল কভার ফটো।

নতুন এই ফিচার চালু হলে ফেসবুক ও লিঙ্কডইনের মতো হোয়াটসঅ্যাপ প্রোফাইলেও কভার ফটো যুক্ত করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। প্রোফাইল ছবির পাশাপাশি কভার ফটো যুক্ত হলে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইল আরও সৃজনশীলভাবে সাজাতে পারবেন এবং ব্যক্তিত্ব প্রকাশের নতুন ক্ষেত্র তৈরি হবে। এতে করে হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ভিজ্যুয়াল আকর্ষণও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এতদিন পর্যন্ত কভার ফটো ব্যবহারের সুবিধা কেবল হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টেই সীমাবদ্ধ ছিল। তবে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব শিগগিরই সাধারণ ব্যবহারকারীদের জন্যও এই ফিচার উন্মুক্ত করা হতে পারে।
জানা গেছে, আইওএস ও অ্যান্ড্রয়েড—দুই প্ল্যাটফর্মেই কভার ফটো ফিচার চালুর প্রস্তুতি চলছে। বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত অনুমোদনের পর ধাপে ধাপে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া হবে।
এদিকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও আসছে বড় ধরনের পরিবর্তন। স্ট্যাটাস ফিচারে যুক্ত হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। মূলত স্ট্যাটাসে ব্যবহৃত ছবিকে আরও আকর্ষণীয় ও সৃজনশীল করে তুলতেই এই এআই ফিচার চালু করা হচ্ছে।
নতুন আপডেটে স্ট্যাটাস সেকশনে মেটা এআই দ্বারা চালিত একাধিক স্মার্ট টুল যুক্ত হবে। এসব টুল ব্যবহার করে খুব সহজেই ছবি এডিট করে মুহূর্তের মধ্যেই স্ট্যাটাসে পোস্ট করা যাবে। এতদিন ছবি এডিট করতে আলাদা অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করতে হতো, কিন্তু নতুন আপডেট চালু হলে সেই ঝামেলা অনেকটাই কমে আসবে।
শুধু ছবি এডিটিং নয়, ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ও প্রোফাইলে আরও নতুন ও চমকপ্রদ ফিচার যুক্ত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


