ফেশিয়াল ভেরিফিকেশন সিস্টেম কি

facial verifiacation

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পাসওয়ার্ড মনে রাখার দরকার নেই। মুখের আদল স্ক্যান করেই অনায়াসে করা যাবে ব্যাংকের লেনদেনসহ প্রতিদিনকার একাধিক দরকারি কাজ, প্রবেশ করা যাবে যেকোনো সরকারি ওয়েবসাইটেও! আগামী বছর থেকে সিঙ্গাপুরে সরকারি ভাবে চালু হতে চলেছে এই ‘ফেশিয়াল ভেরিফিকেশন সিস্টেম’।

facial verifiacation

জাতীয় আইডি স্কিমের সঙ্গে এই পদ্ধতি যুক্ত করার পদক্ষেপে সিঙ্গাপুরই বিশ্বের প্রথম। সময়ের সঙ্গে প্রযুক্তির ব্যবহারের দিক থেকে আরো উন্নত হতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো দেশটির সরকারের পক্ষ থেকে। তবে সরকারি ভাবে এই পদ্ধতির ব্যবহারে নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি দেখা দিতে পারে, এমন দাবিও তুলেছেন অনেকে।

কী ভাবে ব্যবহার হবে এই পদ্ধতি? সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তির মুখমণ্ডলের একাধিক ছবি তোলা হবে। এরপর সেই ব্যক্তির সম্পর্কে সরকারের কাছে থাকা অন্যান্য তথ্য— যেমন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট কিংবা এমপ্লয়মেন্ট কার্ডের সঙ্গে তা যুক্ত করা হবে।

ব্রেস্ট বড় করতে যা করেছিলেন এই অভিনেত্রীরা

বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তা পর্যবেক্ষণের ক্ষেত্রে কিংবা অ্যাপল বা গুগলের মতো সংস্থার বিভিন্ন সেবায় এই ফেশিয়াল ভেরিফিকেশন প্রযুক্তির ব্যবহার ইতোমধ্যেই বেশ প্রচলিত। তবে মোবাইল ফোন খোলা (আনলক করা) বা টাকা লেনদেনের ক্ষেত্রে এই পদ্ধতির ব্যবহার আর জাতীয় নিরাপত্তার সঙ্গে এর সংযোগ তৈরি করার মধ্যে বিস্তর ফারাক বলেই মত বিশেষজ্ঞদের একাংশের। ব্যক্তিগত পরিসরের অধিকার এতে আরো সঙ্কুচিত হবে বলে তাদের মত। সূত্র : আনন্দবাজার