আন্তর্জাতিক ডেস্ক : আইনজীবী হিসাবে কেনিয়ার হাইকোর্টে ২৬টি মামলা জিতেছিলেন তিনি। সেই হিসাবে তাকে বেশ সফল আইনজীবীই বলা যায়। কিন্তু পরবর্তীতে জানা গেলে ব্রায়ান মোয়েন্ডা নামের এই ব্যক্তি ভুয়া আইনজীবী। নাইজেরিয়ার সংবাদমাধ্যম নাইজেরিয়ান ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মোয়েন্ডা নিজেকে দীর্ঘদিন ধরে একজন যোগ্য অ্যাটর্নি হিসাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছিলেন। বিচারকরা গ্রেপ্তারের আগ পর্যন্ত তার ক্ষমতা নিয়ে সন্দেহ করেননি।
কেনিয়ার ল সোসাইটির নাইরোবি শাখা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছে, ‘সোসাইটির সদস্য এবং জনসাধারণকে জানানো যাচ্ছে যে, ব্রায়ান মোয়েন্ডা কেনিয়ার হাইকোর্টের আইনজীবী নন। সোসাইটির রেকর্ড অনুযায়ী, তিনি শাখার সদস্য নন। অধিকতর তদন্তের জন্য তাকে আটক করা হয়েছে।’
কেনিয়ার ল সোসাইটি জানিয়েছে, ২০২২ সালের ৫ আগস্ট মোয়েন্ডা অপরাধমূলকভাবে ল সোসাইটির পোর্টালে প্রবেশ করেছিল। কেনিয়ার আইন পেশায় অনুপ্রবেশ করার জন্য পোর্টালে সে নিজের ছবি আপলোড করেছিল এবং তার নামের সাথে মিল রয়েছে এমন এক জন আইনজীবীর পরিচয় ব্যবহার করে। ওই আইনজীবী গত মাসে তার অ্যাকাউন্ট আপডেট করতে গিয়ে পোর্টালে প্রবেশ করতে ব্যর্থ হন। পরে তিনি বুঝতে পারেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তিনি এ ব্যাপারে অভিযোগ করলে তদন্ত করতে গিয়ে মোয়েন্ডার জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।