বিনোদন ডেস্ক : এ যেন রহস্যে ঘেরা, অদৃশ্য এক শক্তির ছোঁয়া! আধ্যাত্মিক ও বাস্তবতার সমন্বয়ে গড়ে উঠেছে ‘পাফ ড্যাডি’র গল্প। গল্পের পরতে পরতে ছড়িয়ে আছে রহস্য। আর সেই ফাঁদে পড়েছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। যার প্রমাণ মেলে ‘পাফ ড্যাডি’ ওয়েব ফিল্মের ট্রেলারে।
সম্প্রতি প্রকাশিত ‘পাফ ড্যাডি’র ২ মিনিট ১০ সেকেন্ডের ট্রেলারে দেখা যায়, উঠতি নায়িকার চরিত্রে পরীকে। যে তার সিনেমা হিট করতে পাফ ড্যাডির শরণাপন্ন হন! পা দেন তার পাতানো ফাঁদে। এ ছাড়া সজলকে দেখা যায় রাজনীতিবিদের চরিত্রে। যিনি নির্বাচন করবেন, মনোনয়নপত্র কেনার আগে পাফ ড্যাডির কাছে দোয়া চাইতে যান।
শুধু রাজনীতিবিদ কিংবা নায়িকা-ই নয়, ‘পাফ ড্যাডি’র রহস্যজালে আটকে পরতে দেখা যায় সাধারণ মানুষ থেকে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যদেরও! সত্যিই কি অলৌকিক ক্ষমতার অধিকারী পাফ ড্যাডি, নাকি সবই ভণ্ডামি! নাকি এসবের আড়ালে আছে অন্য কিছু- সবকিছুর রহস্য উন্মোচন হবে আগামী ৭ সেপ্টেম্বর। ওদিন ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে ওয়েব ফিল্মটি উন্মুক্ত হবে।
বঙ্গ’র চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান জানান, মূল গল্পটা ‘পাফ ড্যাডি’ বা এক বাবাকে ঘিরে। যে চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম।
২০১৯ সালে ওয়েব সিরিজ ‘প্যাফ ড্যাডি’র শুটিং শুরু হয়। পরবর্তীতে নির্মাতা বদল হয়ে বর্তমানে ওয়েব ফিল্ম হিসেবে আসছে এটি।
‘পাফ ড্যাডি’ যৌথভাবে পরিচালনা করেছেন সহিদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শহীদুজ্জামান সেলিম, সজল নূর, পরীমণি, সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদসহ অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।