ফাঁকা ঘর পেয়ে যা করেছিলেন পরিচালক, জানালেন অভিনেত্রী

anannya chatterjee

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রাঙ্গনে ‘কাস্টিং কাউচ’ নতুন কিছু নয়। অনেক আগে থেকেই পর্দার আড়ালে এমনটা চলছে। উঠতি অভিনয়শিল্পী বিশেষ করে অভিনেত্রীদের সঙ্গে বেশি ঘটছে। বহু নায়িকা লালসার শিকার হয়েছেন প্রযোজক-পরিচালকদের।

anannya chatterjee

টলিউডের পরিচিত মুখ অনন্যা চট্টোপাধ্যায়ও আছেন এ তালিকায়। সম্প্রতি কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। অভিযোগ এনেছেন ফাঁকা ঘর পেয়ে অনন্যার শরীরের মাপ জানতে চেয়েছিলেন পরচালক।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন ক্যারিয়ারের শুরুর দিকে এরকম অভিজ্ঞতা হয় তার।

স্পষ্টভাষী অনন্যা বলেন, “আমি খুব ছোট বয়সে এই ইন্ডাস্ট্রিতে এসেছি। তখন ১৯ বছর বয়স। আমার প্রথম কাজ ইচ্ছার বিরুদ্ধে ছিল। আমি অভিনয় করতে চাইনি। তবে যে পরিচালকের হাত ধরে কাজটা পাই, তাকে সকলে খুব সম্মান করতেন। সেই সময় এক প্রযোজক ছিলেন। তিনি আমায় কাজের জন্য ডেকে পাঠান।

আমার প্রথম কাজ তার ভালো লেগেছিল। আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম। যখন আমি কনফারেন্স রুমে ঢুকলাম, দেখি সবটাই ফাঁকা, উনি একা বসে আছেন। আমাকে প্রশ্ন করেছিলেন, তোমার Vital Statistics কী? আমি পাল্টা প্রশ্ন করি, কেন বলুন তো? উত্তরে আমাকে বলা হয়, তোমায় স্ক্রিনে কেমন দেখাবে সেটা জানতে চাই। আমি উত্তর দিয়েছিলাম, আপনি তো বড় পরিচালক-প্রযোজক, আপনি যদি আমাকে দেখে না বোঝেন, তাহলে তো আপনার পরিচালক হওয়াই উচিত নয়। তারপরই তিনি চিৎকার করে বলতে শুরু করেন, তুমি জানো আমি কে? আমি অমুকের, তমুকের সাইজ জানি…।”

পরিচালক-প্রযোজকের মুখ থেকে এমন অপ্রত্যাশিত কথা শোনার পর অনন্যা তাকে বলেছিলেন, “এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আপনি বুঝবেন আমি কে।”

OnePlus Ace 3 Pro: 250MP ক্যামেরার সঙ্গে সেরা ফিচার নিয়ে বাজার কাঁপাচ্ছে

এদিকে পরিচালকের কক্ষ থেকে বেরিয়ে সব কথা টলিউডের বিশ্বস্তদের জানিয়ে দেন অনন্যা। এরপর ওই পরিচালকের অফিস থেকে বারবার যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে। ক্ষমাও চাওয়া হয় বলে জানান অনন্যা।