ফাঁকা মাঠে দুর্দান্ত ড্যান্স দিয়ে সবার মন কাড়লো ছোট্ট খুদে

ছোট্ট খুদে

বিনোদন ডেস্ক : বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে।

ছোট্ট খুদে

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। এক্ষেত্রে বাচ্চারাও যে পিছিয়ে নেই, তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলি থেকেই স্পষ্ট হয়।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক প্রতিভাবান ক্ষুদে শিল্পী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। প্রশংসিতও হয়েছেন অনেকের মাঝে। বলাই বাহুল্য, সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে দাঁড়িয়ে ৮ থেকে ৮০ সকলের কাছেই উপার্জনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।

সম্প্রতি স্বরা কাটকার নামের একটি বাচ্চা মেয়ের নাচের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল দুনিয়ায়। বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি ‘তাল’এর গানের তালেই নৃত্য পরিবেশনের ছিলেন এই একরত্তি। ‘তাল সে তাল মিলা’, এই গানের সাথেই নৃত্য পরিবেশন করতে দেখা মিলেছে স্বরার। ঐশ্বর্য রাই বচ্চনের মতোই একটি দুধ সাদা পোশাকে ছিল সে। প্রকৃতির মনোরম পরিবেশেই নৃত্য পরিবেশন করতে দেখা মিলেছে তার।

Taal se Taal Mila| Taal | Swara Katkar

‘স্বরা কাটকার ডান্স ফ্লোর’ নামের ইউটিউব চ্যানেল থেকে তার এই নাচের ভিডিওটি দুমাস আগে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এই মুহূর্তে তার সেই নাচের ভিডিও পৌঁছে গিয়েছে দশ হাজারের কাছাকাছি মানুষের কাছে।

পদ্মা সেতু হয়ে পোল্যান্ড যাচ্ছে ঢাকার গার্মেন্টস পণ্য

তার নাচ দেখে প্রশংসায় ভরিয়েছেন নেটজনতার অনেকেই। তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চোখ রাখলেই তার নাচের এমন একাধিক ভিডিও চোখে পড়বে, যা দেখলে তার নাচের প্রতিভা নিয়ে কারোর মধ্যেই সংশয়ের অবকাশ থাকবে না।