অস্ট্রেলিয়ায় কর্মী নিয়োগে ফেসবুকে ভুয়া প্রচারণা

অস্ট্রেলিয়াতে কর্মী নিয়োগ

জুমবাংলা ডেস্ক : আই‌বিএল ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়াতে কর্মী নিয়োগের বিষয়ে তাদের ফেসবুক পেইজে ভুয়া প্রচারণা চালাচ্ছে বলে অ‌ভিযোগ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

 অস্ট্রেলিয়াতে কর্মী নিয়োগ

রবিবার (১৪ জুলাই) রাতে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ অ‌ভিযোগ করে বোয়েসেল।

বোয়েসেলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বোয়েসেলের নাম ব্যবহার করে আই‌বিএল ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়াতে কর্মী নিয়োগের বিষয়ে তাদের ফেসবুক পেইজে যে প্রচারণা চালাচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর।

এছাড়া বিভিন্ন ওয়েবসাইট ও ফেসবুক পেইজে বোয়েসেলের নামে কর্মী নিয়োগের আশ্বাস প্রদান করে অভিবাসন প্রত্যাশীদের নিকট হতে নগদ অর্থ গ্রহণ, মেডিকেল টেস্ট ও ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে বলে বোয়েসেলের দৃষ্টিগোচরে এসেছে।

অভিবাসন প্রত্যাশীদের যেসব নির্দেশনা দিয়েছে বোয়েসেল

১) বিদেশে চাকরির জন্য নিয়মিত বোয়েসেলের ওয়েবসাইটের www.boesl.gov.bd-এর ‘নোটিশ বোর্ড” ও ভেরিফাইড ফেইসবুক পেইজ www.facebook.com/boesl.gov.bd বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
২) নিয়োগ প্রক্রিয়ায় বোয়েসেলের কোনো এজেন্ট, সাব-এজেন্ট বা প্রতিনিধি নেই।
৩) চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বোয়েসেলে কোনোপ্রকার ফি প্রদান করতে হয় না।
৪) বোয়েসেল সব সার্ভিস চার্জ পে-অর্ডারের মাধ্যমে গ্রহণ করে।

অভিনেত্রী সোহিনীর নতুন অধ্যায়, রইল ১০ ছবি

বোয়েসেলের মাধ্যমে অভিবাসন প্রত্যাশীদের বোয়েসেল ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হ‌লো।